কোটি মানুষ দেখল ‘বুবুনের বাসর রাত’

এনটিভিতে ২০১৫ সালের ঈদুল আজহায় প্রচারিত হয় বিশেষ নাটক ‘বুবুনের বাসর রাত’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন।
এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এরমধ্যে নাটকটি এক কোটি নয় লাখেরও বেশি বার দেখা হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, অ্যালেন শুভ্র, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ।
এনটিভির অনুষ্ঠানবিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ বলেন, ‘এত দর্শক নাটকটি দেখেছেন তাই সার্বিকভাবে ভালো লাগছে আমার। টেলিভিশনে দেখানোর পরই নাটকটি জনপ্রিয়তা পেয়েছিল। ইউটিউবেও এর ভিউ বেড়েই চলেছে। এটা আনন্দের। দশর্কের ভালোলাগাই আমাদের সার্থকতা ও বড় প্রাপ্তি।’
নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘দর্শক এর প্রশংসা করছেন, দেখছেন, এটা আনন্দের খবর। নিশ্চয়ই নাটকে অভিনয়ের জোড় আছে। গল্পে জোড় আছে এ কারণে দর্শক নাটকটি দেখছেন। মানুষ ভাঁড়ামি দেখতে চায় না। সত্যিকারের কমেডি নাটক তাঁরা দেখতে চায়। আমি এই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ এনটিভি পরিবারকেও।’
‘বুবুনের বাসর রাত’ নাটকে বুবুন চরিত্রে সাজু খাদেম ও নীতু চরিত্রে ভাবনা অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন। সাজু খাদেম বলেন, ‘এই চরিত্রে অভিনয় করে অনেক সাড়া পেয়েছি। এখনো পাচ্ছি। দর্শক নাটকটি দেখছেন এটা খুশির খবর। আমার মনে হয়, আমাদের সমাজে বুবুনের মতো অনেক মানুষ দরকার।’
অন্যদিকে, অভিনেত্রী ভাবনা জানান তাঁকে অনেক দর্শক নীতু বলে সম্বোধন করেন। ভাবনা বলেন, “নাটকটির কোটি ভিউ ছাড়িয়েছে, অনুভূতি অসাধারণ। আমাকে অনেকে বলেছে, ‘আমার সন্তান বুবুনের মতো। আবার অনেকে এটাও বলেছে বুবুনের মতো বোকা বাচ্চা থাকাই ভালো। এই যে নাটকের সঙ্গে মানুষ বাস্তবে মিশে যাচ্ছে ,এটাই এর স্বার্থকতা।”
‘বুবুনের বাসর রাত’-এর গল্পে দেখা যায়, ‘বুবুন মায়ের বাধ্য ছেলে। এতটা বড় হয়েছে, কিন্তু এখনো প্রতিটি বিষয়ে তার মাকে প্রয়োজন। মাও ছেলের সঙ্গে এমন আচরণ করে যেন বুবুনের বয়স সাত বছর। সেই বুবুনের বিয়ে হচ্ছে আজ। যার সঙ্গে বিয়ে হচ্ছে, সেই নিতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছে। তার সাবেক প্রেমিককে শায়েস্তা করার জন্য সে এই বিয়েতে রাজি হয়ে যায়। নতুন বউ বাসরঘরে বসে থাকে, কিন্তু বুবুন আর আসে না। বুবুন আসলে অনেক ভীতু, কোনো মেয়ের সঙ্গেই তার কখনো সখ্য গড়ে ওঠেনি। অনেক চেষ্টার পর বুবুন বাসর ঘরে গিয়ে হাজির হয়। স্মার্ট নিতু আর হাবাগোবা বুবুন মুখোমুখি হয়।’
‘বুবুনের বাসর রাত’-এর পর ‘বুবুনের হানিমুন’ ও ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি’ নাটক দুটিও আলোচিত হয়।