মালাইকার সঙ্গে অর্জুনকে মানাচ্ছে না?

বলিউডের নির্মাতা-প্রযোজক করণ জোহর আর মডেল-অভিনেত্রী মালাইকা অরোরা বেশ ভালো বন্ধু। কিন্তু আদিত্য রায় কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কী এমন হয়েছে যে মালাইকার ব্যাপারে অসন্তুষ্ট করণ?
সম্প্রতি করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ অতিথি ছিলেন দুই অভিনেতা আদিত্য রায় কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা। জনপ্রিয় এই চ্যাট শোর র্যাপিড ফায়ার রাউন্ডে একটি প্রশ্ন এবং তার উত্তর বি-টাউন অনুরাগীদের নজরে এসেছে।
শোতে সঞ্চালক করণ দুই অভিনেতাকে জিজ্ঞেস করেন, ‘নমস্তে ইংল্যান্ড’ তারকা অর্জুন কাপুরের সঙ্গে কাকে মানাবে বলে মনে করেন তাঁরা। দুজনই মালাইকার নাম উচ্চারণ করেননি! আদিত্য ও সিদ্ধার্থ বলেছেন, অর্জুনের সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে বেশ ভালো মানাবে।
মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক এখন আর গোপনীয় নয়। প্রায়ই তাঁরা বলিউডি পার্টি ও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যান। একসঙ্গে ডিনার করেন হরহামেশাই। কিছুদিন আগে নির্মাতা-প্রযোজক করণ জোহর তাঁদের সম্পর্কের ব্যাপারটি নিশ্চিত করেন। সাম্প্রতিক গুঞ্জন, একসঙ্গে থাকতে নতুন বাড়ির সন্ধানে নেমেছেন তাঁরা।
৩৩ বছরের অর্জুন যদিও বা মালাইকার নাম উচ্চারণ না করে নিজেকে সিঙ্গেল নন বলে দাবি করেছেন এবং বিয়ের জন্য প্রস্তুতও বলেছেন; তবে ৪৫ বছরের মালাইকা এখনো অবধি ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলতে নারাজ।
বি-টাউনে মালাইকা-অর্জুনের বিয়ের গুঞ্জনের মধ্যেই দুই অভিনেতা আরেক অভিনেত্রীর নাম তুললেন।
২০১৮ সালের ল্যাকমে ফ্যাশন সপ্তাহে প্রথমবার একসঙ্গে হাজির হন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা, সেই থেকে তাঁদের প্রেমের গুঞ্জন চলছে।
১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা অরোরা। ২০১৭ সালে ভেঙে যায় ১৮ বছরের সংসার। এর পরই অর্জুন কাপুরকে প্রকাশ্যে আনেন ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা।
গুঞ্জন রয়েছে, আগামী এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অর্জুন-মালাইকা। অর্জুনের হাতে এখন বেশ কয়েকটি ছবি। এর মধ্যে ‘সন্দীপ অর পিংকি ফারার’, ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ ও ‘পানিপথ’ উল্লেখযোগ্য। সূত্র : বলিউড লাইফ