কে আসল আর কে নকল সোনা?

সোনাক্ষি সিনহা ও বরুণ শর্মা এখন পাঞ্জাবের অমৃতসরে তাঁদের প্রতিশ্রুত কাজ নিয়ে ব্যস্ত। গতকাল রোববার বরুণ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুজনের ছবির একটি কোলাজ শেয়ার করেছেন, সেখানে লেখা ‘আসল সোনা’ ও ‘নকল সোনা’। বলুন দেখি, কে আসল আর কে নকল সোনা?
হ্যাঁ, বরুণের কোলাজে দেখা যাচ্ছে সোনাক্ষির ছবিতে লেখা ‘আসলি সোনা’ আর তাঁর নিজের ছবিতে লেখা ‘নকলি সোনা’। এই ছবি দেখে নেটিজেনরা হাসি থামাতেই পারছেন না। এমন কি ‘সিম্বা’ তারকা রণবীর সিংয়েরও হাসি থামছে না!
ছবিতে বরুণ ও সোনাক্ষি দুজনই বেগুনি গাউন পরে আছেন। বাঁয়ে সোনাক্ষি আর ডানে বরুণকে দেখা যাচ্ছে। দুজনই লাজুক ভঙ্গিতে মুখ ঢেকেছেন। ক্যাপশনে বরুণ লিখেছেন, ‘আসল নকল টু পয়েন্ট জিরো!’
এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন বরুণ শর্মা
এই ছবি অবশ্য সোনাক্ষিও রিপোস্ট করেছেন। সেখানেই মন্তব্য করেন রণবীর সিং।
সোনাক্ষি ও বরুণকে একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে, যদিও ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি। গত মাসে এই ছবির শুটিং শুরু হয়েছে এবং তা নিয়েই ব্যস্ত সোনাক্ষি ও বরুণ। ছবিটি প্রযোজনা করছেন ‘ফাকরে’ পরিচালক মৃগদীপ সিং লাম্বা এবং ভূষণ কুমার ও মহাবীর জৈন।
এর আগে ছবির চরিত্র নিয়ে সোনাক্ষি জানিয়েছিলেন, এই সিনেমার অংশ হতে পেরে তিনি খুবই খুশি। আমাদের চেনাজানা গল্পই সেখানে বর্ণনা করা হবে। একটি ছোট শহরের কন্যাকে ঘিরে ছবিটি। বেশ কৌতুক আছে, আছে আবেগময় দৃশ্যও। সূত্র : বলিউড বাবল