মালাইকা-অর্জুন কি নতুন বাড়ি কিনেছেন?

দীর্ঘদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। বিভিন্ন ইভেন্ট, রেস্তোরাঁ, হাউস পার্টি, ডিনার ডেট ইত্যাদিতে এ যুগলকে একসঙ্গে হরহামেশা দেখা যাওয়ার ফলে গুঞ্জন জোরালো হয়েছে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এ যুগল।
বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলার নতুন প্রতিবেদন বলছে, মালাইকা ও অর্জুন যৌথভাবে একটি নতুন বাড়ি কিনেছেন, যেটি মুম্বাইয়ের লোখান্দওয়ালা কমপ্লেক্সের কাছেই অবস্থিত। যদিও তাঁরা ওই বাড়িটিতে কবে উঠছেন বা ভবিষ্যতের কথা ভেবেই এই বিনিয়োগ করলেন কি না, তা পরিষ্কারভাবে জানা যায়নি।
একটি সূত্রের বরাত দিয়ে পিংকভিলা জানিয়েছে, ‘লোখান্দওয়ালা কমপ্লেক্সের কাছেই একটি অভিজাত এলাকায় অর্জুন ও মালাইকা যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছেন। এটা তাঁদের যৌথ বিনিয়োগে কেনা। সেখানে তাঁরা দুজন একসঙ্গে থাকবেন কি থাকবেন না, তা একান্তই তাঁদের ব্যাপার। কিন্তু তাঁরা নিশ্চিতভাবেই একটি থাকার জায়গা পেলেন।’
বাড়ির পুরো ইন্টেরিয়র ডিজাইন সম্প্রতি করা হয়েছে, যা অর্জুন ও মালাইকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। ‘সম্প্রতি বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন শেষ হয়েছে এবং মালাইকা ও অর্জুন পুরোটাই দেখভাল করেছেন’, সূত্রটি আরো জানায়।
অর্জুনের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে হিন্দুস্তান টাইমসকে মালাইকা বলেছেন, ‘আমি কখনোই ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেই না। এর মানে এই নয় যে এর উত্তর দিতে আমি লজ্জা পাই। আমি শুধু আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বস্তিবোধ করি না এবং আমার জীবনে যা-ই হোক, প্রত্যেকেই জানে। এসব নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আমি শুধু আমার জীবনটা উপভোগ করছি—এটা সুন্দর ও মূল্যবান।’
একটি শীর্ষ দৈনিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, অর্জুন কাপুর বলেছেন, তিনি এখন আর একা নন। এর পরই ভক্তরা মালাইকা অরোরার সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজছেন। নির্মাতা-সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ অর্জুন জানিয়েছেন তাঁর বিয়ের আগ্রহের কথা। এ সময় তাঁর পাশে ছিলেন ‘ধড়ক’ খ্যাত বোন জাহ্নবী কাপুর।
তবে অর্জুনের বিয়ের আগ্রহ প্রকাশে একটুও অবাক হতে দেখা যায়নি জাহ্নবী কাপুরকে। ধারণা জন্মেছে, কাপুর পরিবার এর মধ্যেই মালাইকার সঙ্গে তাঁর প্রেমে সায় দিয়েছে। গত সপ্তাহে মাহীপ কাপুরের বাড়িতে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন অর্জুন-মালাইকা দুজনই।
ওই শোতে করণ জোহর অর্জুনকে জিজ্ঞেস করেন, তাঁর প্রেয়সী সম্পর্কে কি পরিবারের সবাই জানেন? অর্জুন সহাস্যে উত্তর দেন, ‘একদম, জানানো হয়ে গেছে।’ মজার ব্যাপার হলো, এই শোতে অর্জুন কাপুর প্রথমবারের মতো জানালেন, শিগগিরই তিনি বিয়ে করতে চান। বলেন, ‘হ্যাঁ, এখন করতে চাই, এর আগে চাইনি।’
কারিনা কাপুরের বাড়িতে দেওয়া পার্টিতে মালাইকা-অর্জুন। ছবি : সংগৃহীত
যাহোক, এই যুগলের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, এই মুহূর্তে তাঁরা বিয়ের কথা ভাবছেন না।
ডিএনএনকে ওই সূত্র বলেছে, ‘অর্জুন ও মালাইকা এখন ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছেন। তাঁরা দুজন দুজনকে খুব পছন্দ করেন এবং তাঁদের সুন্দর সম্পর্ক উপভোগ করছেন। কিন্তু শিগগিরই তাঁরা বিয়ে করছেন না।’
সূত্রটি আরো জানায়, ভাই হিসেবে অর্জুন খুব দায়িত্বশীল এবং তাঁর বোন অংশুলার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কিছু করবেন না।
‘মালাইকা এখন অর্জুন সম্পর্কে ভালোভাবে জানা শুরু করেছেন। তাঁরা দুজনই এখন একে-অপরের সঙ্গ উপভোগ করছেন। যেসব সিনেমায় কাজের জন্য অর্জুন প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব নিয়ে ব্যস্ত তিনি। আর মালাইকাও তাঁর কাজ নিয়ে ব্যস্ত। সম্পর্কের পরবর্তী ধাপে যাওয়ার জন্য তাঁদের হাতে এখনো প্রচুর সময় আছে’, বলে ওই সূত্র।
তবে ফিল্মফেয়ারকে একটি সূত্র জানিয়েছে, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা-অর্জুন। ওই সূত্র জানায়, ‘মালাইকা ও অর্জুন একে-অপরের খুব প্রিয়। যদিও তাঁরা কখানোই নিজেদের সম্পর্কের ব্যাপারে কিছুই বলেননি, তবে নিজেদের জায়গায় থাকতে পেরে তাঁরা খুব খুশি। মালাইকা ও অর্জুন তাঁদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিতে চাইছেন এবং আগামী বছরে গাঁটছড়া বাঁধছেন।’
মালাইকার ৪৫তম জন্মদিনে ইতালির মিলান বিমানবন্দরে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় ৩৩ বছর বয়সী অর্জুনের সঙ্গে।
খবরে প্রকাশ, বেশ কয়েক বছর ধরেই অর্জুন-মালাইকার প্রেম চলছে। গত বছর আরবাজ খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের পর অর্জুনকে প্রকাশ্যে আনেন মালাইকা।
১৯৯৮ সালে সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা অরোরা। বিয়ের ১৯ বছর পর গত বছর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।