দাদি হলেন মমতাজ

দাদি হয়েছেন সংগীতশিল্পী মমতাজ। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী মমতাজের ছেলে মেহেদী খান কন্যাসন্তানের বাবা হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ান রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের জন্ম দেন।
দাদি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মমতাজ। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দাদি। সবাই দোয়া করবেন।’
নাতনির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নিয়েছেন মমতাজ। নির্বাচনী প্রচার নিয়ে এখন ব্যস্ত তিনি।
সম্প্রতি আর্মি স্টেডিয়ামে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়েছেন মমতাজ।