ভিডিও ভাইরাল
এত রোদে কেউ ডেটিং করতে আসে?

কিছুদিন আগে নিজের ভাই টনি কক্করের ‘লুডো’ গানে নেচেছিলেন সংগীতশিল্পী নেহা কক্কর। তাঁর সেই নাচের ভিডিও অন্তর্জালে ভাইরালও হয়। অনেকে তো বলেই ফেলেছেন, গান ছেড়ে নাচ শুরু করে দিলেন কি না! নাচে অসাধারণ অভিব্যক্তি দিয়ে অসংখ্য ভক্তর মন জয় করেন নেহা। এবার আবার অন্তর্জালে ঝড় তুললেন তিনি।
পাঞ্জাবী সংগীতশিল্পী ও অভিনেতা জেসি গিলের সঙ্গে একটি গান গেয়েছেন নেহা। এই গানের শুটিংয়ের একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে প্রথমে নেহাকে নাচতে দেখা যায়। তারপরেই একটি রেস্তোরাঁর টেবিলের উপর তাঁকে বসে থাকতেও দেখা যায়। নেহার ঠিক পাশেই হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি বাচ্চা। নেহা বাচ্চাটিকে দেখে হাসেন।
এরপর নেহা কক্কর বলেন, ‘এত রোদে কে ডেটিংয়ে আসে? শুধু মিউজিক ভিডিওর জন্যই আসতে হয়!’ ভিডিওটি এ পর্যন্ত প্রায় ১৮ লাখ ৮২ হাজার মানুষ দেখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় নেহা। ১৩.৩ মিলিয়ন অনুসরণকারী আছে তাঁর। এর আগে জেসি গিলের সঙ্গে তাঁর গানের বিষয়েও নানান তথ্য দেন ইনস্টাগ্রামে।
নেহা কক্কর ও জেসি গিলের ‘নিকল কারেন্ট’ গানটি গতকাল মুক্তি পেয়েছে। এর মধ্যে ব্যাপক হিট করেছে গানটি। ৩.৬ ছয় মিলিয়ন দর্শক-শ্রোতা এর মধ্যেই গানটি শুনেছেন। এ গানের মিউজিক ভিডিওতে নেহার অসাধারণ নাচ দেখা যায়।
নেহা কক্কর বলিউডের ‘কালা চশমা’ ও ‘ল্যাড়কি বিউটিফুল’-এর মতো অনেক সুপারহিট গান গেয়েছেন। হালের জনপ্রিয় ‘দিলবার’ গানটিও তাঁর। নেহা বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের বিচারকের ভূমিকায় রয়েছেন।