Beta

দুই শ্বেত-কপোতী সুহানা-অনন্যা!

০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৯

অনলাইন ডেস্ক
বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও তাঁর বন্ধু অনন্যা পান্ডে। ছবি : সংগৃহীত

তারকাকন্যাদের মধ্যে অন্যতম জনপ্রিয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান। আগস্ট সংখ্যায় জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ-কন্যা হয়ে গ্ল্যামার-জগতে প্রবেশ করেছেন। চলতি বছরের মে মাসে ১৮ পূর্ণ করেছেন সুহানা। তাঁকে নিয়ে ভক্তদের বিপুল আগ্রহ।

রোববার ছুটির দিনে সুহানা বন্ধু অনন্যা পান্ডেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। সাদা পোশাকে অপূর্ব লাগছিল তাঁকে। চিত্রসাংবাদিকরা তুলেছেন প্রতি মুহূর্তের অক্ষিভঙ্গি! খবর টাইমস নাউ ও ডিএনএর।

বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে, সঞ্জয় কাপুরের মেয়ে শানাইয়া কাপুর ও শাহরুখ খানের মেয়ে সুহানা খান— এই তিন তারকার মেয়ের বন্ধুত্বের গল্প কারো অজানা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এই ত্রয়ী তাঁদের যুগল ছবি শেয়ার করেন। তাতে যে ভক্তদের উচ্ছ্বাসে এক চিলতেও ভাটা পড়ে, এমন নয়। বরং প্রতি মুহূর্তের ছবি পেতেই যেন গভীর আগ্রহ তাদের!

বৃষ্টিস্নাত বিকেলে সুহানা খান। ছবি : সংগৃহীত

তাঁদের ছোটবেলার ছবি থেকে শুরু করে সাম্প্রতিক ছবিগুলো— বেড়ে ওঠার অনেক মুহূর্তের সাক্ষী ভক্তরা। ছবিগুলো সত্যিই অসাধারণ আর বন্ধুত্বের উষ্ণতায় ভরা। তেমনই উষ্ণতার ছবি পাওয়া গেল ফের। রোববার সুহানা খান ও অনন্যা পান্ডে ছুটি উদযাপন করতে বেরিয়েছিলেন মুম্বাইয়ের বান্দ্রায়। এদিন শানাইয়া ছিলেন না। নিশ্চয়ই মিস করেছেন এ দুজনকে।

অনন্যা পান্ডে পরেছিলেন রিপড সাদা ডেনিম ও ফুল-স্লিভস টপ। জুতাও ছিল সাদা। সুহানাও পরেছিলেন সাদা মিনি টিউব ড্রেস। তবে সাদা পোশাকের ওপর জড়িয়েছিলেন ধূসর জামা। তিনিও সাদা জুতা পরেছিলেন। দুই শ্বেত-কপোতীর হাস্যোজ্জ্বল মুখের ছবিতে উচ্ছ্বসিত ভক্তরা।

সুহানা খান ও তাঁর বন্ধু অনন্যা পান্ডে। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা তাঁর নতুন ফ্যাশন ব্র্যান্ড এমএক্সএস ওয়ার্ল্ড উদ্বোধন করেন। সেদিন যেতে না পারলেও রোববার বৃষ্টিস্নাত বিকেলে বন্ধু অনন্যাকে নিয়ে সেখানে যান সুহানা।

গত মাসে ভোগের প্রচ্ছদকন্যা হওয়ার পর থেকেই মিডিয়ার মনোযোগে রয়েছেন শাহরুখকন্যা সুহানা খান। ভোগের ছবিতে তাঁর আবেদনময়ী ছবি শুধু ভক্তদেরই নয়, বলিউডের বড় বড় পরিচালকেরও নজর কেড়েছিল। শোনা যাচ্ছে, শিগগিরই বলিউড ছবিতে অভিষেক হবে এ তারকাকন্যার। তবে সুহানা বলছেন, আগে একাডেমিক পাঠ চুকে যাক।

অন্যদিকে খ্যাতিমান পরিচালক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর দ্বিতীয় পর্বের ছবিতে অভিষেক হতে যাচ্ছে সুহানার সোলমেট অনন্যা পান্ডের। স্টুডেন্ট অব দ্য ইয়ারের প্রথম পর্বটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল।

Advertisement