Beta

কে হচ্ছেন নিমরাতের লাইফ কোচ?

০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৪

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী নিমরাত কউর। ছবি : সংগৃহীত

ভারতে ক্রিকেট ও বলিউডের মধ্যে বহুদিন ধরেই মধুর সম্পর্ক। তো, ক্রিকেট ও বলিউড নিয়ে যখন যা-ই হোক না কেন, খবর হবেই। মানুষ তো মুখিয়ে থাকে এই দুই জগতের তারকাদের যেকোনো খবরের জন্য।

উদাহরণ হিসেবে বলা যায়, ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার কথা। তাঁদের বিয়ে হয়েছিল ইতালিতে। বেশ কিছুদিন তাঁদের নিয়ে সরব ছিল মিডিয়া। অথবা ছয় বলে ছয় ছক্কা মারা যুবরাজ সিং ও ‘বডিগার্ড’ অভিনেত্রী হ্যাজেল কিচের প্রেম নিয়ে কত খবর। আবার পেস বোলার জহির খান ও সাগরিকা ঘাতগের বিয়ে নিয়ে কত কথাই না হলো।

ক্রিকেট ও বলিউডের প্রণয়োপাখ্যানে নতুন এক মাত্রা যোগ হলো এবার। যদিও প্রকৃত খবর বলছে, সম্পর্কটি নতুন নয়। চুটিয়ে প্রেম চলছে তা-ও দু-বছর হলো!

কোন যুগলকে নিয়ে আমরা কথা বলছি?

খবর বলছে, ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী ও এয়ারলিফট অভিনেত্রী নিমরাত কউর চুটিয়ে প্রেম করছেন এখন।

হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন!

পুনে মিরর-এর বরাত দিয়ে ডিএনএ জানিয়েছে, এই যুগল দুই বছর ধরে ডেটিং করছেন এবং তাঁরা সফলভাবেই এ খবর গোপন রাখতে পেরেছেন।

কিন্তু কোথায় তাঁরা দেখা করেছেন বা একত্রিত হয়েছেন?

ঠিক আছে। ২০১৫ সালে এক জার্মান বিলাসবহুল গাড়িনির্মাতার নতুন গাড়ি উদ্বোধনকালে রবি ও নিমরাতকে একসঙ্গে দেখা যায়। সেই থেকে এ পর্যন্ত প্রত্যেকবার নতুন গাড়ি উদ্বোধনকালে তাঁদের দেখা গেছে। এই সংবাদটি ভক্তদের সত্যিকার অর্থেই বোল্ড করে দিয়েছে!

এবার তাদের কাজের কথা আসা যাক, রবি শাস্ত্রী এখন ইংল্যান্ড ট্যুরে আর নিমরাত কউর ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত।

Advertisement