Beta

বৃষ্টিতে থেমে নেই ‘ক্যাপ্টেন খান’

২৫ জুলাই ২০১৮, ১৬:০৫

আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। গত দুদিনের বৃষ্টিও বাধা হতে পারেনি ছবির কাজে। আগামী ৩০ তারিখ ছবির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।

ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন এনটিভি অনলাইনকে বলেন, “আমরা টানা শুটিং করছি। কিন্তু গত দুদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা শুটিং করে যাচ্ছি। এখন আমরা ইনডোরে শুটিং করছি। বৃষ্টি থেমে গেলে বাইরে শুটিং করছি। ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছি। আগামী সপ্তাহে আমরা সিক্যুয়েন্সের কাজ শেষ করব।   বৃষ্টিতে থেমে নেই ‘ক্যাপ্টেন খান’, ঈদের জন্য প্রস্তুত হচ্ছে।”

ছবির অগ্রগতি জানতে চাইলে সুমন বলেন, ‘আমরা আর মাত্র চার দিন শুটিং করলেই ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ হয়ে যাবে। তারপর বাকি থাকবে ছবির একটি আইটেম গান ও শাকিব-বুবলীর রোমান্টিক দুটি গান। ছবির ডাবিং এরই মধ্যে শেষ করেছি। এডিটিং একই তালে এগিয়ে চলছে। যে কয়দিন শুটিং করব তার সঙ্গে শুধু ডাবিং করে নিলেই হবে।’

গানের শুটিং কোথায় কবে—জানতে চাইলে সুমন বলেন, ‘আমরা আইটেম গানের শুটিং করব ঢাকায়। আর শাকিব-বুবলীর রোমান্টিক গানের শুটিং করব থাইল্যান্ডে। আগামী ৩০ তারিখ সব কাজ শেষ করে আমাদের থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। সেখানে চার দিনে আমরা দুটি গানের শুটিং করব।’

ছবি নিয়ে সুমন আরো বলেন, ‘এর আগে দর্শক আমার ছবি দেখেছে এবং সিনেমা হলে গিয়ে দেখে উৎসাহ দিয়েছে। সময়ের সঙ্গে টেকনোলজির হাত ধরে এগিয়ে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্র। আমরাও নিজেদের মতো চেষ্টা করছি ভালো কিছু করতে। সে হিসেবে এই ছবিতে সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করেছি। আমাদের ছবির প্রযোজক সব ধরনের সাপোর্ট দিয়েছেন। আশা করি, মানসম্পন্ন একটি ছবি নিয়ে ঈদে হাজির হবো।’   

শাকিব ও বুবলী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নায়ক সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু প্রমুখ।

Advertisement