নিককে দেখে কী বললেন প্রিয়াঙ্কার মা?

কয়েক দিন আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া সাফ জানিয়ে দিয়েছিলেন, ভিনদেশি কাউকে জামাই বানাবেন না তিনি। শুধু তাই নয়, যদি নিজের সংস্কৃতির কাউকে প্রিয়াঙ্কা খুঁজে না পান, তাহলে সারা জীবন কুমারী থাকলেও আপত্তি থাকবে না প্রিয়াঙ্কার মায়ের। তবে অবাধ্য মেয়ের মতই নিজের বিদেশি প্রেমিককে নিয়ে দেশে এসেছেন প্রিয়াঙ্কা।
হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ, গত বৃহস্পতিবার নিক জোনসকে নিয়ে মুম্বাইয়ে আসেন প্রিয়াঙ্কা। গণমাধ্যমের চোখ এড়িয়ে তাঁকে বাসায় তোলেন। মেয়ের এমন কাণ্ডে কী ভাবছেন প্রিয়াঙ্কার মা? তিনি কি তাঁর আগের সিদ্ধান্তেই অটল রয়েছেন? ডিএনএ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা বলেন, ‘আমরা শুধু রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলাম। সেখানে নিক উপস্থিত ছিল। আমাদের দলটা অনেক বড় ছিল। আমার কাছে অপরিচিত এমন ১০ জনের মতো লোক উপস্থিত ছিল আমাদের সঙ্গে। তাই নিকের সঙ্গে কথা বলার, তাঁকে ভালোভাবে জানাশোনার জন্য যথেষ্ট সময় পাইনি। এই প্রথমবার আমার সঙ্গে তাঁর দেখা গেল। তাই এত আগে তাঁকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
এদিকে পারিবারিকভাবে পরিচয়ের পরদিনই গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন নিক ও প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে নিক-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন। ইয়োটে চেপে নিক-প্রিয়াঙ্কার সমুদ্রবিলাস, একসঙ্গে খেলা দেখা, নিকের কাজিনের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কার অংশগ্রহণ ও পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎ এসব টুকরো ঘটনা একসঙ্গে হাওয়া দিয়েছে নিক-প্রিয়াঙ্কার গুঞ্জনের পালে।
গত বছর এক অনুষ্ঠানে ২৫ বছর বয়সী নিক জোনসের সঙ্গে পরিচয় হয় ৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কার। একসঙ্গে মেট গালার ২০১৭-এর লালগালিচায় হাঁটতে দেখা গিয়েছিল তাঁদের। বর্তমানে ‘কোয়ান্টিকো’ সিরিজের তৃতীয় মৌসুমের প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া ‘অ্যা কিড লাইক জেক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামে দুটি হলিউড ছবিও রয়েছে প্রিয়াঙ্কার হাতে। হলিউডের কাজ শেষে আবারও বলিউডমুখী হবেন প্রিয়াঙ্কা। সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে তাঁর।