প্রিমিয়ারে প্রশংসিত জালালের গল্প

আগামী ৪ সেপ্টেম্বর সারা দেশে ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আবু শাহেদ ইমন পরিচালিত চলচ্চিত্র ‘জালালের গল্প’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির উদ্বোধনী প্রদর্শনী গতকাল রোববার ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছবির কলাকুশলী মোশাররফ করিম, তৌকীর আহমেদ, মৌসুমী হামিদ, শর্মীমালাসহ সবাই উপস্থিত ছিলেন। এ ছাড়া চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যমুনা গ্রুপের পরিচালক মো. আলমগীর ও এস এম আবদুল ওয়াদুদ, নাসির উদ্দিন ইউসুফ, বিপাশা হায়াত, রেদওয়ান রনি, মাসুদ হাসান উজ্জ্বলসহ মিডিয়া ব্যক্তিত্ব অনেকে উপস্থিত ছিলেন।
প্রিমিয়ারে ছবিটি দেখে উপস্থিত সবাই অনেক প্রশংসা করেছেন। রেদওয়ান রনিসহ অনেকে একটা কথাই বেশি বলেছেন তা হলো, নাচ-গান ছাড়া শুধু গল্পনির্ভর ছবিও অসাধারণ হতে পারে। এটার প্রমাণ দিয়েছে ‘জালালের গল্প’।
সবার বিপুল প্রশংসা পেয়ে কেমন লাগছে প্রশ্ন করতেই পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘প্রিমিয়ারে সবাই যখন ছবিটির প্রশংসা করছিলেন তখন অনেক ভালো লেগেছে। অনেকে বলেছেন, তরুণ পরিচালক হিসেবে আমার কাজটি দারুণ হয়েছে। আসলে প্রিমিয়ারে সব তো কাছের মানুষেরাই অতিথি হয়ে এসেছিলেন, তাই হয়তো ছবিটির বেশি বেশি প্রশংসা করেছেন তাঁরা। ছবিটি দেখার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন পাব, সেটা জানার জন্য এখন আমি অপেক্ষা করছি। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি।’
গত ২৯ আগস্ট ‘জালালের গল্প’ ছবিটির ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়।
‘জালালের গল্প’ ছবিটির ট্রেলার