এপ্রিলে গাঁটছড়া বাঁধছেন আনন্দ-সোনম

গত বছরের শেষে বেশ জাঁকজমকভাবেই ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন আনুশকা শর্মা। এবার আনুশকার পথ অনুসরণ করতে যাচ্ছেন সোনম কাপুরও। ভারতের একটি দৈনিকের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, মে মাসে নয়, চলতি বছরের ২৯ এপ্রিলই দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করতে যাচ্ছেন সোনম।
বিরাট-আনুশকার মতই বিদেশ-বিভুঁইয়ে বিয়ে করতে যাচ্ছেন আনন্দ-সোনম জুটি। গুঞ্জন উঠেছে, সুইজারল্যান্ডের জেনেভায় বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন তাঁরা। তবে যদি কোনো কারণে জেনেভায় বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে কোনো জটিলতার সৃষ্টি হয়, তাহলে শেষ মুহূর্তের জন্য মুম্বাইতেও বিয়ের প্রস্তুতি সেরে রেখেছেন সোনম। আরো গুঞ্জন উঠেছে, এরই মধ্যে একাধিক বলিউড তারকার হাতে পৌঁছে গেছে বিয়ের আমন্ত্রণপত্র।
বর্তমানে দালক্যুয়ের সালমানের বিপরীতে ‘জয়া ফ্যাক্টর’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন সোনম। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন ‘ভিড়ে ডি ওয়েডিং’ ছবির কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। হাতে রয়েছে ‘এক লাড়কি কো দেখা জো অ্যায়সা লাগা’ ছবির কাজ। যেখানে বাবা অনিল কাপুরের সঙ্গে অভিনয় করবেন তিনি।