‘গুন্ডে’র নকল ‘ব্ল্যাকমেইল’, পরিচালক বলছেন ‘অনুকরণ’

সারা দেশে মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘ব্ল্যাকমেইল’। ২৮ আগস্ট শুক্রবার থেকে ছবিটি সারা দেশে ৮০টির বেশি হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এর আগে ১৪ আগস্ট ছবিটি ঢাকার যমুনা ব্লকবাস্টারে মুক্তি পায়।
মুক্তির আগেই ছবিটির ট্রেইলার ছাড়া হয় ইউটিউবে। ট্রেইলারের দৃশ্যগুলো ভারতীয় হিন্দি চলচ্চিত্র ‘গুন্ডে’র দৃশ্যের সঙ্গে মিলে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়। ‘ব্ল্যাকমেইল’ বলিউডের ‘গুন্ডে’ ছবির কাহিনী নকল করেছে—এমন অভিযোগের বিষয়ে ছবির পরিচালক জানান, ভারতের ছবির প্রধান চরিত্র ছেলে আর তাঁর ছবিতে মেয়ে, তাহলে কাহিনী এক হলো কীভাবে?
ইউটিউবে প্রকাশিত ‘ব্ল্যাকমেইল’ ছবির ট্রেইলারে দেখা যায়, রেলওয়ের একটি মালবাহী বগি থেকে লাফিয়ে বেরিয়ে আসে দুই কিশোরী। কিছুক্ষণ পর তারা একটি শিপইয়ার্ডে ঘুরে বেড়াতে থাকে। একপর্যায়ে তারা একটি খাবারের দোকানে হাজির হয়। এরই মধ্যে দুই কিশোরী প্রাপ্তবয়স্ক নারীতে পরিণত হয়।
ট্রেইলারে প্রদর্শিত এ দৃশ্যগুলো ভারতীয় হিন্দি চলচ্চিত্র ‘গুন্ডে’র সঙ্গে মিলে যায় হুবহু। অমিল এতটুকুই, সেই ছবিতে দুজন নারীর জায়গায় ছিল দুজন পুরুষ। আর যেহেতু ওখানে পুরুষ আর এখানে নারী, সুতরাং এটা ‘গুন্ডে’ ছবির নকল নয়—এমনটাই দাবি পরিচালক মামুনের। তিনি নিজের পক্ষে আরো সাফাই গেয়ে বলেন, ‘সারা বছরে একশ ছবি মুক্তি পেলে সব যে এক রকম হতে হবে, এমন কোনো কথা নেই। কিছু ছবি হবে অ্যাকশন, কিছু প্রেমের, কিছু দেশের ছবির, আবার কিছু বিদেশি ছবির গল্পের অনুকরণেও ছবি হবে। আমার এই ছবিটা বিদেশি গল্পের অনুকরণের ছবি।’
গত ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিটি। তবে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছবির কিছু অংশ সংশোধন করে তবেই ছাড়পত্র মিলেছে এর।
ছবিতে মূল দুই নারীর চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুন্দরী মৌসুমি হামিদ ও অ্যাকশনকন্যা খ্যাত ববি। তাঁদের সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আনিসুর রহমান মিলন।
পরিচালক মনে করেন, ‘ব্ল্যাকমেইল’ ছবিটি রোমান্স, অ্যাকশন সব মিলিয়ে দর্শকের পূর্ণ বিনোদনের খোরাক জোটাবে। ছবিটিতে গান রয়েছে মোট পাঁচটি। এতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, ইমরান, এলিটা, পড়শী, পূজা ও লেমিছ। ছবিটিতে প্রথমবারের মতো মৌসুমি হামিদ, ববি ও আনিসুর রহমান মিলনকে একসঙ্গে দেখা যাবে। এ ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, ডন, শিবাশানু, দীপালিসহ অনেকে।
‘ব্ল্যাকমেইল’ ছবির ট্রেইলার, www.youtube.com/watch?v=KLVvm-3xPws
‘গুন্ডে’ ছবির ট্রেইলার, www.youtube.com/watch?v=HMMEODhZUfA