“‘আনন্দ অশ্রু’ সালমান-শাবনূরের রিমেক নয়”

শুরু হচ্ছে নতুন চলচ্চিত্র ‘আনন্দ অশ্রু’। আগামী ১ ফেব্রয়ারি থেকে ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিতে জুটি বেধে অভিনয় করবেন সাইমন ও মাহি। এর আগে ১৯৯৭ সালে শিবলী সাদিক সালমান শাহ ও শাবনূরকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করেছিলেন। মানিক জানান এই ‘আনন্দ অশ্রু’ সালমান শাবনূরের ‘আনন্দ অশ্রু নয়।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘গতকাল আমি ‘আনন্দ অশ্রু’ শিরোনামে একটি ছবির নাম ঘোষণা করেছি। নাম শুনে অনেকেই মনে করছেন আমি জনপ্রিয় শিল্পী সালমান শাহ ও শাবনূরকে নিয়ে নির্মিত ‘আনন্দ অশ্রু’র রিমেক করছি। আসলে তা নয়, আমি মৌলিক একটি ছবি নির্মাণ করছি। এখানে আগের ছবির গল্পের সঙ্গে কোন মিল থাকবে না। তাছাড়া আমি শিবলী সাদিক স্যারের ‘আনন্দ অশ্রু’ বানানোর যোগ্যতা বা সাহস কোনটাই রাখি না। ছবিটি আমার অসম্ভব প্রিয় একটি ছবি। যে কারণে আমি নামটি ব্যবহার করছি।’
ছবি নিয়ে পরিচালক আরো বলেন, ‘আমাগী ফেব্রয়ারি মাসে আমি ছবির শুটিং শুরু করবো। তবে কোথায় শুটিং হবে তা এখনও নির্ধারণ হয়নি। ঢাকার বাইরে ছবির শুটিং শুরু করবো এটা নিশ্চিত। এই ছবিতেও অভিনয় করছেন আমার ‘জান্নাত’ ছবির জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি।’
‘সবাই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে ছবির কাজটি করতে পারি। আরেকটা কথা বলতে চাই, আমি নিজেও সালমান শাহ ও শাবনূরের ভক্ত। শিবলী সাদিক স্যারের ভক্ত, যে কারণে নামটি ব্যবহার করার আগে চিন্তা করে নিয়েছি, ‘আনন্দ অশ্রু’কে অসম্মান করবো না, আমার এই ছবিটিও আপনাদের ভালো লাগবে।’ এমনটাই জানান মানিক।
‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘চুপি চুপি প্রেম’, ‘এমনও তো প্রেম হয়’ মানিকের উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র। তাঁর ছবি ‘জান্নাত’ মুক্তির অপেক্ষায় আছে ।