Beta

বাড়িওয়ালার মেয়ের চরিত্রে সাবিলা!

০৭ আগস্ট ২০১৭, ১৭:৩২

ফিচার ডেস্ক
‘বাড়িওয়ালা’ নাটকের শুটিংয়ের ফাঁকে মিশু, সাবিলা ও হিমেল আশরাফ। ছবি : সংগৃহীত

মডেল-অভিনেত্রী সাবিলা নূর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। এ মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরেছেন এই অভিনেত্রী। ফেরার পর গতকাল রোববার নতুন একটি নাটকের শুটিংয়ে অংশগ্রহণ করেন তিনি।

নাটকের নাম ‘বাড়িওয়ালা’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। নাটকে মিশু সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

সাবিলাকে নিয়ে হিমেল আশরাফ বলেন, ‘সাবিলা দেশে ফেরার পর ওর সঙ্গে আমি যোগাযোগ করি। এরপর তো শুটিং শুরু করলাম আমরা। আজও উত্তরার বিভ্ন্নি লোকেশনে নাটকটির শুটিং করছি।’

নাটকের গল্প প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘নাটকের গল্পে ঢাকা শহরের একজন বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্ক কেমন হয় সেটা দেখানো হয়েছে। যাঁরা ভাড়া বাসায় থাকেন, তাঁরা  বাসায় কোনো সমস্যা খুঁজে পেলে বাড়িওয়ালাকে দোষ দেন। অন্যদিকে, বাড়িওয়ালা ভাড়াটিয়াদের দোষ খুঁজে বেড়ান। নাটকে এই বিষয়গুলো কেন হচ্ছে বা এর সমাধান কী হতে পারে এগুলো তুলে ধরা হয়েছে। আসলে আমাদের জীবনের পরিচিত কিছু সংকট নিয়েই নাটকটি নির্মাণ করছি। নাটকে বাড়িওয়ালার চরিত্রে শর্মিলী আহমেদকে দেখা যাবে।’

নাটকে সাবিলা ও মিশু সাব্বিরের চরিত্র প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘এখানে সাবিলা নূর বাড়িওয়ালার মেয়ের চরিত্রে এবং মিশু সাব্বির ভাড়াটিয়ার ছেলের চরিত্রে অভিনয় করছেন। শুটিং খুব ভালো হচ্ছে।’

সাবিলা নূর জানান, ভক্তদের তিনি মিস করেছেন। এখন থেকে নিয়মিত নাটকের শুটিং করবেন তিনি। সামনে তাঁর বেশকিছু নাটকের শুটিং করার কথা রয়েছে।

অনেকদিন পর সহ-শিল্পী সাবিলা নূরের সঙ্গে কাজ করে দারুণ লাগছে বলে জানান মিশু সাব্বির।

আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক হিমেল আশরাফ।

Advertisement