আমাদের বাসায় কবিতা পাঠের আসর হতো : শানু

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে অভিনয়শিল্পী শানারেই দেবী শানুর কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’। ছোটবেলা থেকে কবিতা লিখতে পছন্দ করেন শানু। সম্প্রতি এনটিভি অনলাইনের সঙ্গে লেখালেখি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
আপনার লেখা প্রথম কবিতার বই বের হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
শানারেই দেবী শানু : আমি মনে করি, আমাদের দেশে কবিতাপ্রেমী মানুষ খুব কম। কবিতার পাঠকও খুব কম। সেই তুলনায় অনেক সাড়া পাচ্ছি। এটা আমার জন্য অনেকখানি পাওয়া। আমি নিজেও কবিতা পড়তে খুব পছন্দ করি। গতবারও বইমেলায় এসে আমি কবিতার অনেক বই কিনেছি। আমার বাবা এ কে শেরামও একজন কবি।
কখন মনে হলো যে কবিতার বই বের করা দরকার?
শানারেই দেবী শানু : বই বের করব, এটা ভেবে কখনো আমি কবিতা লিখিনি। কবিতার প্রতি এক ধরনের ভালোবাসা থেকেই কবিতা লিখেছি। ছোটবেলায় মণিপুরি শিশু-কিশোর সংগঠনের একটি পত্রিকা আমি সম্পাদনা করতাম। সেই পত্রিকায় আমি ছোটগল্প লিখেছি; কিন্তু কখনো কবিতা লিখিনি। কারণ, কবিতা আমার কাছে খুব কঠিন মনে হতো। আমাদের বাসায় কবিতা পাঠের আসর হতো। এই আসর প্রতি মাসে একবার করে সন্ধ্যাবেলায় হতো। সেই আসরে মাঝেমধ্যে সাহস করে আমি কবিতা লিখতাম। কবিতা নিয়ে আমার একটা স্মৃতি আছে, তা হলো আমি এক রাতে আটটি কবিতা লিখেছিলাম। সেগুলোকে কবিতা বলা যাবে কি না, আমি জানি না। যা হোক, আমি নিজের জন্যই নিয়মিত কবিতা লিখেছি। তবে গত বছর থেকে কবিতার প্রতি তীব্র ভালোবাসা বেড়ে গিয়েছিল। কবিতা আবৃত্তিও আমি নিয়মিত শুনি। একসময় মনে হলো, আমার লেখা কবিতার শব্দ আমার মনের মধ্যে খেলা করছে। সেই শব্দগুলো ভাষায় রূপ দিয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস লিখতাম। সেই লেখা পড়ে আমার ভক্তরা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তখন ভাবলাম, কবিতার বই বের করলে মন্দ হয় না।
বইয়ের নাম ‘নীল ফড়িং কাব্য’ কেন?
শানারেই দেবী শানু : আমার প্রিয় রং লাল। আমার কাছে মনে হয়, ভালোবাসার রং নীল। যেখানে বেদনা, কান্না সব ফুটে ওঠে। আমার কবিতার বইয়ে ‘নীল ফড়িং কাব্য’ নামে কোনো কবিতা নেই। কিন্তু নীল রং অনেকভাবে আমার কবিতার ভাষায় এসেছে। ‘নীল ফড়িং’ ভালোবাসার প্রতীকী হিসেবে আমি লিখেছি।
বইয়ে অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা কেমন হলো?
শানারেই দেবী শানু : অনেক অটোগ্রাফ দিয়েছি, কিন্তু বইয়ে অটোগ্রাফ দেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। যখন আমি বইমেলায় আসি, তখন আমি একদম ভুলে যাই যে আমি একজন অভিনেত্রী কিংবা নৃত্যশিল্পী ।
কবিতা নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কী?
শানারেই দেবী শানু : এখন দায়িত্ববোধ অনেক বেড়ে গেছে। দূরের ও পরিচিতজনরা অনেক প্রশংসা করছেন। তাই এখন থেকে আরো বেশি বেশি কবিতার বই পড়তে ও লিখতে চাই।