দ্বিতীয় নায়িকা ছাড়াই শুরু হচ্ছে ‘অহংকার’

শুরু হচ্ছে ‘অহংকার’ চলচ্চিত্রের শুটিং। ছবিতে শাকিব খান ও শবনম বুবলী প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন এটা নিশ্চিত হলেও এখনো ঠিক হয়নি কে হচ্ছেন ছবির দ্বিতীয় নায়িকা। ছবির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন জানিয়েছেন, দ্বিতীয় নায়িকা না পেলেও আগামী ১০ জানুয়ারি বিএফডিসিতে ছবির মহরত হবে। এর পরই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন প্রধান সহকারী পরিচালক মোহাম্মদ আকরাম।
মোহাম্মদ আকরাম বলেন, ‘আমরা আগামী ১০ তারিখ এফডিসির কড়ইতলায় ছবির মহরত ও শুটিং শুরু করব। চেষ্টা করব টানা শুটিং করে ছবির কাজ শেষ করতে। এরই মধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করি সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।’
ছবির পরিচালক লিটন বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনে আরেকজন নায়িকা দরকার কিন্তু আমরা এখনো তাঁকে ঠিক করতে পারিনি। বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। আমরা নতুন কাউকে নিতে চাই। কারো আগ্রহ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আমরা যথাসময়েই ছবির শুটিং শুরু করব।’
শাকিব ও বুবলীকে নিয়ে পরিচালক লিটন বলেন, ‘এরই মধ্যে শাকিব ও বুবলী দুটি ছবি করেছেন। আমি দুটি ছবিই দেখেছি। বুবলী নতুন হিসেবে কিছু সমস্যা থাকলেও সেখান থেকে উঠে আসার মতো শিক্ষাগত যোগ্যতা ও মেধা তাঁর আছে। যে কারণে আমি মনে করি, এই জুটি আরো ভালো করবে। আর শাকিব খান বাংলাদেশের একমাত্র তারকা, যার নাম শুনে দর্শক হলে আসেন।’
পরিচালক আরো বলেন ‘এই ছবিটি রোমান্টিক অ্যাকশন একটি ছবি। আমি বর্তমান সময়টাকে মাথায় রেখে ছবির গল্প নির্ধারণ করেছি। আমাদের দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে। এখন দর্শক আর শুধু হলে ছবি দেখেন না, মোবাইলে সারা পৃথিবীর ছবি দেখেন। আমাদের ছবিতে যদি ভালো কিছু তাঁরা না পান, তা হলে তিনি আসলে কেন হলে এসে নিজের সময় ও টাকা নষ্ট করবেন। আমি বিশ্বাস করি দর্শক এখনো হলে গিয়ে ছবি দেখতে চান।’
ছবির গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। গত ঈদে দুই ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে বুবলীর রুপালি পর্দায় অভিষেক হয়। এরই মধ্য চুক্তিবদ্ধ হয়েছেন কামাল কায়সার পরিচালিত ‘মা’ ছবিতে।