১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিলেন জর্জ ক্লুনি ও তাঁর স্ত্রী

হলিউডের প্রভাবশালী দম্পতি জর্জ ও অমল ক্লুনি এবার তাঁদের সাহায্যের হাত বাড়ালেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় এরই মধ্যে বিভিন্ন অঙ্গনের তারকারা অর্থসহ নানা সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন। সেই তালিকায় যুক্ত হলেন এ দম্পতি।
দ্য মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন, যার সদস্য ক্লুনি দম্পতি; সাগ-আফট্রা ফান্ড এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের ফান্ডে আড়াই লাখ মার্কিন ডলার করে অনুদান দেবেন তাঁরা। তিন লাখ মার্কিন ডলার দেবেন তিনটি আন্তর্জাতিক সংস্থায়—লেবানিজ ফুড ব্যাংক, লোকবার্ডো ইতালি রিজিয়ন ও যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সিস্টেম।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেডলাইন ডটকমের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হলিউড তারকা রায়ান রেনোল্ডস-ব্লেক লাইভলি, অ্যাঞ্জেলিনা জোলি, রিহান্না, কাইলি জেনার, শন মেন্ডেস জে-জেডসহ অনেকেই কোভিড-১৯ ঠেকাতে বিভিন্ন সংস্থায় অনুদান দিয়েছেন।