১১ কোটিতে অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন কারিশমা

বলিউডে তারকাদের বাড়ি কেনার খবরের মধ্যে এবার বিক্রির জন্য শিরোনাম হলেন একসময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা কারিশমা কাপুর। মুম্বাইয়ের খার এলাকার বিলাসবহুল কমপ্লেক্স রোজ কুইনের অ্যাপার্টমেন্টে থাকতেন কারিশমা কাপুর ও তাঁর মা ববিতা কাপুর। অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিয়েছেন তাঁরা।
মানিকন্ট্রোল ডটকম, বলিউড হাঙ্গামাসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, এক হাজার ৬১০ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি কারিশমা কাপুর বিক্রি করেছেন ১০ কোটি ১১ লাখ রুপিতে, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ সাড়ে ১১ কোটি টাকার বেশি। প্রতি স্কয়ার ফিটের মূল্য প্রায় ৬৫ হাজার রুপি। গত ২৪ ডিসেম্বর অ্যাপার্টমেন্টটির বিক্রয়-নিবন্ধন করা হয় আর এর জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ২০.২২ লাখ রুপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় অ্যাপার্টমেন্টের প্রতি স্কয়ার ফিটের দাম পড়ে ৫৫ থেকে ৯০ হাজার রুপি। ২০১৮ সালে বান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন কারিশমা কাপুর। ৬৭৫ স্কয়ার ফিটের ওই অ্যাপার্টমেন্টেটি ১.৩৯ কোটিতে বিক্রি করেন কারিশমা।
কিছুদিন আগে মুম্বাইয়ের জুহুতে নতুন একটি বাড়ি কেনেন জাহ্নবী কাপুর। বাড়িটির দাম ৩৯ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৪৪ কোটি টাকার বেশি। ওই ভবনের তিনটি ফ্ল্যাট কেনেন জাহ্নবী। ভবনটির নাম আরায়া বিল্ডিং। এ ভবনের ১৪, ১৫ ও ১৬ তলার ফ্ল্যাট কেনেন তিনি। আর জাহ্নবী এই ট্রিপ্লেক্সের চুক্তি সম্পন্ন করেন সদ্য বিদায়ী বছরের ৭ ডিসেম্বর।
গত বছর মুম্বাইয়ের জুহু-বারসোবা লিংক রোডে ৩৮ হাজার স্কয়ার ফিটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন সুপারস্টার হৃতিক রোশন। এ জন্য তাঁকে গুনতে হয় ৯৭.৫০ কোটি রুপি।
যা হোক, রোজ কুইনের অ্যাপার্টমেন্ট বিক্রি করে কারিশমা কাপুর নতুন কোনো বাড়ি কিনছেন কি না, তার কোনো খবর এখনো প্রকাশ হয়নি।