‘সেক্সি সেক্সি মুঝে লোগ বোলে’ নিয়ে সে কী সমালোচনা!

পোশাক নিয়ে সিনেমাপাড়ায় কথকতা বরাবরই ছিল। সময়ের পরিক্রমায় ছবির পোশাকে যেমন এসেছে পরিবর্তন, তেমনি আলোচনায়ও এসেছে ভিন্ন মাত্রা। আর পোশাক নিয়ে বোদ্ধামহল-জনসাধারণের পাশপাশি প্রায়ই কথা বলতে দেখা যায় অভিনেত্রীদেরও। এবার সংক্ষিপ্ত পোশাক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ক্যারিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে সম্প্রতি খোলামেলা কথা বলেন কারিশমা। ক্যারিয়ারের শুরুতে ব্যর্থতার শিকার হওয়ায় কেঁদেছিলেন বলেও জানান তিনি। এ ছাড়া একটি গানে নিজের পোশাক নিয়েও কথা বলেন তিনি।
কারিশমা বলেন, “তখন ‘সেক্সি সেক্সি মুঝে লোগ বোলে’ গানটি করি—এখন সেক্সি শব্দটিকে সম্মানজনক হিসেবে দেখা হয়। এখন তো অভিনেত্রীরা ছোট পোশাক বা বিকিনি পরেন। কিন্তু ওই সময়ে আমার শরীর বেশ ভালোভাবেই ঢাকা ছিল। কিন্তু এখনো ‘এ কেমন গান’ বলে অনেকে সমালোচনা করেন। মনে আছে, তখন আমার বয়স কম ছিল। ওই গানের বিভিন্ন স্টেপে কাজ করতে গিয়ে হাঁটু ও কনুইতে আঘাত পাই। ভেবেছিলাম সবাই গানটি পছন্দ করবে, আমার নাচ ভালোবাসবে। হ্যাঁ, অনেকেই প্রতিভার প্রশংসা করেছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষই ‘এগুলো কী ধরনের শব্দ’ বলে সমালোচনা করেছিলেন। এমনকি সমালোচনার কারণে গানের কথাও পরিবর্তন করা হয়েছিল, কিন্তু এখন এমন গান সবখানে।”
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘খুদদার’ শিরোনামে ছবিটি মুক্তি পায়। এতে কারিশমার বিপরীতে অভিনয় করেন গোবিন্দ। সমালোচনার পর ‘সেক্সি সেক্সি মুঝে লোগ বোলে’র পরিবর্তে ‘বেবি বেবি মুঝে লোগ বোলে’ করা হয়।
দেখুন সেই গান :
সিনেমাজগতের লোকেদের কাছ থেকে কেমন ব্যবহার পেয়েছেন, তা জানাতে গিয়ে কারিশমা বলেন, ‘অনেকেই মনে করতেন, আমি দেখতে আমার বাবার মতো এবং আমি সফল হতে পারব না। লোকজন এসব বলাবলি করত। একজন তরুণীর জন্য এ ধরনের কথা শোনা এবং কাজে মনোযোগ দেওয়া বেশ কঠিন ছিল। কিন্তু আমি লোকজনকে ভুল প্রমাণ করেছি।’
দীর্ঘ বিরতির পর ওয়েবসিরিজ ‘মেন্টালহুড’-এর মাধ্যমে আবারো অভিনয়ে ফিরছেন কারিশমা। এতে আরো অভিনয় করেছেন শিল্পা শুক্লা, শ্রুতি শেঠ প্রমুখ।