সিয়ামকে নিয়ে শুটিংয়ে ফিরছেন পরী

মাদক মামলায় জামিনে থাকা ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি নতুন সিনেমার শুটিংয়ে ফিরছেন চিত্রনায়ক সিয়াম আহমদের সঙ্গে। চলতি বছরের মার্চে ‘বায়োপিক’ শিরোনামের যে সিনেমাটির চুক্তি সেরেছিলেন, সেটির শুট হচ্ছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে। টানা ২০-২৫ দিনের শুটের পরিকল্পনা চলছে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক জন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানসহ পরিচালক সঞ্জয় সমদ্দার এখনই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নন।
এ প্রসঙ্গে পরী মণির ভাষ্য, আগামী ১৫ অক্টোবর থেকে নতুন বায়োপিক সিনেমার শিডিউল দিয়েছেন। মাঝে দু-এক দিন বিরতি দিয়ে টানা ২০ দিন কাজ করবেন তিনি। এরপর ‘প্রীতিলতা’ সিনেমা শেষ লটের শুটে অংশ নিবেন।
তবে একাধিক সূত্রে জানা গেছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ‘বায়োপিক’ সিনেমার শুট শুরু হবে। অভিনেতাদের শিডিউল নেওয়া হলেও এখনও চূড়ান্ত শিডিউল করা হয়নি।

এর আগে সিয়াম-পরী জুটির ‘বিশ্বসুন্দরী’ সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’।
জামিনে মুক্তির পর পরী মণি ‘মুখোশ’ সিনেমার দুদিন ডাবিং করেছেন। সবশেষ ২৯ মে ‘মুখোশ’ সিনেমার শুটিং শেষ করেন তিনি।
পরী মণির হাতে আছে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার জীবনী নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমা। এ ছাড়া নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ শিরোনামের একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ আছেন তিনি।