সাইমনের বাড়িতে মাহি, ঝরল ‘আনন্দ অশ্রু’

কিশোরগঞ্জের ছেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। সময় পেলেই নিজের বাড়িতে পাড়ি জমান। চলতি সপ্তাহের শুরুতেই তিনি গেলেন প্রাণের শহরে, সঙ্গে আছেন মাহিয়া মাহিসহ আনন্দ অশ্রু ছবির টিম। তবে তিনি অবসর উদযাপন করতে নয়, গেছেন শুট করতে।
মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুট করতেই মূলত সাইমন-মাহি কিশোরগঞ্জে গেছেন। গত ৪ জানুয়ারি থেকে কিশোরগঞ্জে এ সিনেমার শেষ লটের শুটিং শুরু হয়। দুটি গানের শুট করেছেন সাইমন-মাহি। গতকাল সোমবার ‘আনন্দ অশ্রু’র শুটিং শেষ হয়।
গান দুটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও শাহরিয়ার রাফাত। একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও কিশোর এবং অন্য গানটি রাফাত নিজেই গেয়েছেন। গান দুটি লিখেছেন আবুল কাশেম নিপুন ও রোকন উদ্দিন সেতু।
সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে নির্মাতা শিবলী সাদিক নির্মাণ করেছিলেন ‘আনন্দ অশ্রু’। সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তি পায়। মুক্তির পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। একই নামের হলেও এই সিনেমার গল্প একেবারেই নতুন। আগের ছবির সঙ্গে এই ছবির কোনো মিল নেই বলে জানান পরিচালক।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবির গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য করেছেন যৌথভাবে আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক। গত বছরের শুরুর দিকে সিনেমার শুটিং শুরু হয়েছিল। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি ও জয় চৌধুরী। এ ছাড়া রয়েছেন আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।
গত বছর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য সাইমন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।