সত্যিই কি তিন নম্বর ‘আশিকি’ আসছে

জুনে খবর বেরিয়েছিল, আসছে ‘আশিকি থ্রি’ আর এ সিনেমার নায়ক হচ্ছেন বলিউড তারকা সুনীল শেঠির ছেলে অহন শেঠি।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, প্রযোজক মুকেশ ভাট ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির পরিকল্পনা করছেন। নায়ক হিসেবে উঠে আসে সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের নাম। সবশেষ শিরোনাম হন সুনীল শেঠির ছেলে অহন শেঠি।
সত্যিই কি জনপ্রিয় ‘আশিকি’ সিনেমার তৃতীয় কিস্তির পরিকল্পনা চলছে? টাইমস অব ইন্ডিয়াকে সেই উত্তর সরাসরি দিয়েছেন প্রযোজক মুকেশ ভাট। বলেছেন, ‘ছবিটি নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই। ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজির একটি সিক্যুয়াল তৈরির সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একটি চিত্রনাট্য থাকা দরকার।’
নব্বই দশকের অন্যতম হিট সিনেমা ‘আশিকি’, যেখানে অভিনয় করেছিলেন সে সময়ের জনপ্রিয় নায়ক রাহুল রায় ও অনু আগারওয়াল। সিনেমাটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট।
দ্বিতীয় কিস্তি ‘আশিকি টু’ মুক্তি পায় ২০১৩ সালে। মোহিত সুরি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। সিনেমাটির গান এখনও মানুষের মুখে মুখে। বহুদিন ধরে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে জল্পনা চলছে।