সংসার ইতির ঘোষণায় পূজা বলছেন, বিচ্ছেদ হয়নি

কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল-অভিনেতা অর্ণব অন্তু। ছবি : ফেসবুক থেকে
কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার সঙ্গে চার বছরের সংসারজীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন মডেল-অভিনেতা অর্ণব অন্তু। অন্তর্জালে স্বামী অন্তু এমন ঘোষণা দিলেও পূজা বলছেন, এখনও বিচ্ছেদ হয়নি তাঁদের।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পূজার স্বামী অর্ণব অন্তু তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে বাঁধন সরকার পূজা বলেন, ‘আমি অন্তুর স্ট্যাটাসের বিষয়ে কিছুই জানি না। আমাদের বিচ্ছেদ এখনও হয়নি। বিস্তারিত কথা পরে বলব।’

গায়িকা বাঁধন সরকার পূজার এক গানের মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেই কাজের সুবাদে বন্ধুত্ব ও প্রেম। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।