শেষ হলো জাতীয় নৃত্যনাট্য উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী (২০, ২৪ ও ২৫ জুলাই) ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’ শেষ হয়েছে।
২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হয়। ২৫ জুলাই হয় সমাপনী আয়োজন।
গতকাল সমাপনী দিনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।
বিকেল ৫টায় লুবনা মরিয়ম পরিচালিত ও সাধনা নৃত্যদলের পরিবেশনায় ‘মায়ার খেলা’; নিলুফার ওয়াহিদ পাপড়ি পরিচালিত ও নান্দনিক নৃত্য সংগঠনের পরিবেশনায় ‘মেহের নেগার’ এবং এনামুল হক বাচ্চু পরিচালিত ও নৃত্যবিহার-এর পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘রঙ্গিলা নায়ের মাঝি’।