মা হচ্ছেন তাসনুভা এলভিন

শুরুতে ভালোবাসার সম্পর্ক, এরপর সবার সম্মতিতে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা। পারিবারিকভাবেই ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন হালের আলোচিত অভিনেত্রী তাসনুভা এলভিন। সুখী দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় মা হওয়ার খবর জানালেন এই লাক্স তারকা।
প্রতিবছর ভালোবাসা দিবসে তাসনুভা এলভিনের শর্টফিল্ম, নাটক মিলিয়ে তিন-চারটি কাজ থাকলেও এবার তা দেখা যায়নি। সেই রহস্যও উন্মোচন করলেন এলভিন নিজেই। অন্তঃসত্ত্বা হওয়ায় বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন বলে জানান তিনি।
এলভিন বলেন, ‘গত ছয় মাসের বেশি কোনো শুটিং করছি না। কাছের কয়েকজন পরিচালক কাজের জন্য ডাকলেও গর্ভাবস্থার কারণে শুটিং করতে পারিনি। বাসায় দিন কাটাচ্ছি। নতুন অতিথির আগমনের অপেক্ষায় এভাবে দিন কেটে যাচ্ছে আমার। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারব। সবার কাছে দোয়া চাই।’
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে আসা তাসনুভা এলভিন ‘ডেসটিনেশন ওয়েডিং’, ‘জামাই শ্বশুর’, ‘একটি ফুলের গল্প’, ‘সাদা কাগজে সাজানো অনুভূতি’র মতো বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন।