বিভিন্ন তহবিলে অর্থসাহায্য করলেন আমির খান

করোনাভাইরাস মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়ালেন বলিউড সুপারস্টার আমির খান। এরই মধ্যে তিনি বিভিন্ন সংগঠনে অর্থ স্থানান্তর করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, করোনা মোকাবিলায় নিজের অনুদানের কথা সরাসরি ঘোষণা না দিলেও এরই মধ্যে বিভিন্ন সংগঠনে অর্থ স্থানান্তর করেছেন আমির খান। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতের দৈনিকটিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম-কেয়ারস ফান্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ও চলচ্চিত্রকর্মীদের সংগঠনসহ বিভিন্ন বেসরকারি সংস্থায় অনুদান দিয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, লকডাউনের কারণে আমির খানের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং আপাতত বন্ধ। এ ছবিতে দৈনিক ভিত্তিতে কাজ করা কর্মীদেরও সাহায্য করেছেন এ তারকা। তবে আমির খান ব্যক্তিগতভাবে তাঁর অনুদানের কথা প্রকাশ্যে আনেননি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো ভারতে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এ পর্যন্ত ভারতে চার হাজার ৪০০ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, অজয় দেবগন ও রোহিত শেঠিসহ অনেক তারকাই করোনা মোকাবিলায় অনুদান দিয়েছেন।
ভারতের চলচ্চিত্র অঙ্গনের ২৫ হাজার দিনমজুরকে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন সালমান খান। এ তারকার আসন্ন ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির কলাকুশলীদের অ্যাকাউন্টেও অর্থ স্থানান্তর করেছেন। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের (এফআইডব্লিউসিই) মাধ্যমে ৫১ লাখ রুপি অনুদান দিয়েছেন অজয় দেবগন।