বিএমকেসি স্টার অ্যাওয়ার্ড পেলেন কাজী রিটন
বাংলাদেশ মিডিয়া কল্যাণ কাউন্সিল (বিএমকেসি) সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বিএমকেসি স্টার অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করে।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক। ২০২১ সালে সংস্কৃতি অঙ্গনে সৃজনশীল কাজের জন্য প্রযোজক হিসেবে কাজী রিটন মন্ত্রীর হাত থেকে বিএমকেসি স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
গত ২০ বছর ধরে টেলিভিশন নাটক ও সিনেমা প্রযোজনা করে চলেছেন কাজী রিটন। প্রশংসিত হয়েছে তাঁর প্রযোজিত অনেক কাজ। প্রযোজক হিসেবে এই পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, পদক পেয়ে তিনি ভালো কাজ করতে আরও উৎসাহী হয়েছেন।
কাজী রিটন প্রযোজিত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘উনপাজুরে’, ‘অদৃশ্য দেয়াল’, ‘বিবাহ সংকট’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘পরের মেয়ে’, ‘সৎ মা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ম্যাচ উইনার’, ‘ফ্রেন্ড বুক’, ‘সাইন্স এর মেয়ে আর্টসের ছেলে’ প্রভৃতি।