বাবাকে করোনা থেকে সুরক্ষায় রেখো, শেষ কলে সুশান্ত

একমাত্র ছেলে সুশান্ত সিং রাজপুত। তাঁর চার বোন। পাঁচ ছেলেমেয়ে কৃষ্ণ কুমার সিংয়ের। ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা। শৈশবে মাকে হারিয়েছেন সুশান্ত। তাই বাবার প্রতি গভীর আবেগ ছিল তাঁর। ছেলের আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষ্ণ কুমার। তিনি থাকেন ভারতের বিহারের পাটনায়। ছেলের শেষকৃত্যে যোগ দিতে আজ মুম্বাইয়ে হাজির হন। বিকেলে অন্তিম শয্যা হয় অভিনেতার।
হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল প্রতিবেদনে জানিয়েছে, পরিবারের এক সদস্যের ভাষ্যমতে, তিন দিন আগে বাবাকে শেষবার কল দেন সুশান্ত সিং রাজপুত। বৃদ্ধ বাবার শরীরের অবস্থা সম্পর্কে জানতে চান। পরামর্শ দেন, করোনাভাইরাস মহামারির এই সময়ে তিনি যেন ঘরের বাইরে বের না হন।
সুশান্তের বিহারের পাটনার বাড়ির গৃহকর্মী লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীকে ফোনে সুশান্ত বলেন, ‘করোনাভাইরাস থেকে সুরক্ষায় দয়া করে আমার বাবার সর্বোচ্চ যত্ন নিও।’
গতকাল রোববার সুশান্তের আত্মহত্যার খবর শুনে অচেতন হয়ে পড়েন বাবা কৃষ্ণ কুমার সিং। পরিবারের এক সদস্য জানিয়েছেন, এ ঘটনায় ভেঙে পড়েছেন সুশান্তের বাবা। বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা তাঁকে শান্ত করতে চেষ্টা করেন।
আজ সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় ভারতের মুম্বাইয়ের বিলে পার্লের পবন হ্যানস শ্মশানে অন্তিম শয্যায় যান সুশান্ত সিং রাজপুত। সে সময় তুমুল বৃষ্টি হয়েছিল। লকডাউনের কারণে শ্মশানচত্বরে উপস্থিত ছিলেন পরিবারের লোকজনসহ কয়েকজন বিনোদন অঙ্গনের বন্ধু।
ইন্ডিয়া ডটকম ও ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সুশান্তের পরিবারের সদস্যরা প্রথমে তাঁর বান্দ্রার বাসভবনে যান। সেখানে পূজা হয়। এরপর তাঁরা শ্মশানচত্বরে উপস্থিত হন।
মুম্বাই শহরের করোনাভাইরাস-নির্দেশিকা অনুযায়ী, শেষকৃত্যে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন। সুশান্তের বাবা, বোন, বোনের স্বামী ও তুতো ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন। বলিউডের বন্ধুদের মধ্যে সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তী, বন্ধু সন্দীপ সিং, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, রণবীর সোরে, রণদীপ হুদা, বিবেক ওবেরয় ও উদিত নারায়ণ উপস্থিত ছিলেন।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (৩৪) গতকাল রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে আত্মহত্যা করেন। ঋষি কাপুর ও ইরফান খানের মৃত্যুর পর প্রতিভাবান এ তরুণ অভিনেতার মৃত্যুতে শোকে বিহ্বল বিনোদন অঙ্গন। সুশান্তের মৃতদেহ তাঁর অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর বাসভবন থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি পুলিশ।
মুম্বাইয়ের জুহুর ড. আর এন কুপার মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে সুশান্তের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, সুশান্তের মৃত্যুর কারণ আত্মহত্যা। অভিনেতা মানসিক চাপে ছিলেন এবং গত ছয় মাস বিষণ্ণতায় ভুগছিলেন।