বাগদানের ১৯ মাস পর ফারিয়া বলছেন, আপাতত বিয়ে করছি না

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দীর্ঘ সাত বছরের প্রেম শেষে গেল বছরের মার্চে বাগদান সেরেছিলেন। তখন জানিয়েছিলেন, প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ডিসেম্বরে।
সেই ডিসেম্বর শেষে আরেক ডিসেম্বর আসন্ন। তবু বিয়ের খবর নেই নুসরাত ফারিয়ার। এবার নায়িকা জানালেন, সময় নেই; আপাতত বিয়ে করছেন না তিনি।
গতকাল শুক্রবার এক আয়োজনে উপস্থিত সাংবাদিকের নুসরাত ফারিয়া বিয়ে প্রসঙ্গে জানিয়েছেন, ‘বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার...।’
চিত্রনায়িকা আরও যুক্ত করেছেন, ‘বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ছয়-সাত মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। প্যান্ডামিকের জন্য দুই বছরের মতো পিছিয়ে গিয়েছি। প্যান্ডামিক কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে। তাই আপাতত বিয়ে করছি না।’

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে পপ অ্যারাবিক ফিউশন ঘরানার নুসরাত ফারিয়ার নতুন গান ‘হাবিবি’। নুসরাত ফারিয়া জানিয়েছেন, ওটিটি-সিনেমা মিলিয়ে অনেকগুলো কাজ হাত আছে তাঁর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। চলতি বছরেই সিনেমাটির শুট শেষ হবে বলে জানিয়েছেন তিনি।