পুলিশকে ২৫ হাজার ফেস শিল্ড দিলেন সোনু

করোনাকালের শুরু থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সোনু সুদ। সংকটে থাকা ভারতের অভিবাসী শ্রমিকদের গ্রামের বাড়িতে পৌঁছে দিতে তাঁর ভূমিকা নজর কাড়ে সবার। এ ছাড়া বন্যাদুর্গতদের পাশেও সহায়ক ভূমিকায় দেখা গেছে তাঁকে। এবার তিনি ভারতের মহারাষ্ট্র পুলিশকে দিয়েছেন ২৫ হাজার ফেস শিল্ড।
ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, মহারাষ্ট্র পুলিশের প্রতি সোনুর এই মহানুভবতার কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এই তথ্য জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ হাজার ফেস শিল্ড দেওয়ার মাধ্যমে উদার অংশগ্রহণের জন্য সোনু সুদজিকে আমি ধন্যবাদ জানাই।’
সোনুর সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন মন্ত্রী। এ পর্যন্ত ওডিশা, বিহার, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ডের ৩০ হাজার শ্রমিককে নিজ বাড়িতে ফেরত পাঠিয়েছেন সোনু, এই তথ্য দিয়েছিলেন তিনি নিজেই। সম্প্রতি সোনু বলেন, ‘শেষ শ্রমিক বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত আমি কাজ করার প্রতিজ্ঞা করেছি। পুরোদমে কাজ চলবে। কেউ গৃহহীন থাকতে পারবে না। আমরা তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে চাই।’
পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলে বাস করা ২৮ হাজার মানুষকে খাদ্য ও পুনর্বাসন সহায়তা দিয়েছেন সোনু ও তাঁর দল।