পরিচালকের সঙ্গে সংসারজীবন শুরু নায়িকা ইয়ামি গৌতমের

বলিউডে বাজল বিয়ের বাদ্য। পরিচালক আদিত্য ধরকে বিয়ে করলেন ‘ভিকি ডোনর’, ‘বালা’, ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ অভিনেত্রী ইয়ামি গৌতম। গতকাল শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
পরিচালক আদিত্য ধর, ২০১৯ সালে মুক্তি পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা দিয়ে যাঁর পরিচালনায় অভিষেক হয়।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গতকাল শুক্রবার সামাজিক পাতায় বিয়ের ছবি প্রকাশ করেন ইয়ামি গৌতম। জানান, ঘনিষ্ঠ কিছু লোকজনের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ের সাজে ইয়ামিকে দেখা যায় ঐতিহ্যিক লাল শাড়িতে আর আদিত্য পরেছিলেন ঐতিহ্যিক অফ-হোয়াইট শেরওয়ানি, ম্যাচ করে পরেছিলেন পাগড়ি।
বিয়ের ঘোষণা সামাজিক পাতায় প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে থাকে। অভিনন্দন জানাতে ভোলেননি সহকর্মীরা। বিক্রান্ত ম্যাসে, কার্তিক আরিয়ান, ভূমি পেড়নেকার, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিয়া মির্জাসহ অনেক বলিউড তারকা নবদম্পতিকে অভিনন্দন জানান।