তারেকের কথায় আসিফের ‘প্রেমজল’

গীতিকবি তারেক আনন্দের কথায় অনেক গুণী শিল্পী কণ্ঠ দিয়েছেন। সে ধারাবাহিকতায় আনন্দের কথায় এবার প্রথমবারের মতো ‘প্রেমজল’ শিরোনামে একটি গান শ্রোতাদের উপহার দিলেন সংগীতের যুবরাজখ্যাত আসিফ আকবর। আসিফ আকবরের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন নাবিলা রাহনুম।
গানের কথাও চমৎকার। ‘আমার চোখে প্রেম এসে বুকে নেমেছে, বুকের মাঝে হেঁটে হেঁটে হৃদয় ছুঁয়েছে...।’ ‘প্রেমজল’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানটির লিরিক্যাল ভিডিও সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘জুয়েল মোর্শেদের সুর-সংগীত আমার মন ছুঁয়ে গেছে। নাবিলাও দারুণ গেয়েছেন। রোমান্টিক কথামালার এ গান আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
শুনুন গানটি :
তারেক আনন্দ বলেন, “এ বছর আমার কথায় বেশ কিছু গান প্রকাশ হয়েছে ধারাবাহিকভাবে। বছরের প্রথম দিন প্রকাশ হয় প্রদীপ্ত বাপ্পির কণ্ঠে ‘মাতাল’ গানের মিউজিক ভিডিও। একই মাসে দিতির কণ্ঠে প্রকাশ হয় ‘প্রেমের মানুষ’। এবার প্রথমবারের মতো ‘প্রেমজল’ শিরোনামে একটি গান শ্রোতাদের উপহার দিলেন সংগীতের যুবরাজ আসিফ আকবর। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।”