কে কত টাকার মালিক

বলিউড তারকাদের জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে রয়েছে তাঁদের ভক্ত-অনুরাগী। চলচ্চিত্র, বিজ্ঞাপন ও স্টেজ শো ছাড়াও তাঁদের আয়ের ক্ষেত্র অনেক।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের অনলাইন সংস্করণ সম্প্রতি ভারতীয় ধনী তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে। আসুন, আমরা জেনে নিই কার সম্পদের পরিমাণ কত—
শাহরুখ খান
একটি আন্তর্জাতিক পোর্টালের প্রতিবেদন জানাচ্ছে, বলিউড সুপারস্টার শাহরুখ খানের নেট সম্পদের পরিমাণ ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। তিনি শুধু ভারতেই নন, বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। ‘স্বদেশ’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘বীর জারা’র মতো হিট ছবির জন্য খ্যাতি পেয়েছেন শাহরুখ।
অমিতাভ বচ্চন
তাঁকে বলা হয় বলিউডের শাহেনশাহ। বর্ষীয়ান এই অভিনেতার নেট সম্পদের পরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন অমিতাভ। ৭৭ বছর বয়সী এ অভিনেতাকে আগামীতে আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি ছবিতে দেখা যাবে।
সালমান খান
চলচ্চিত্র ও বিভিন্ন বিতর্কে বারবার প্রচারের আলোয় আসেন বলিউড ভাইজান সালমান খান। এই তারকার নেট সম্পদের পরিমাণ ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। ‘সুলতান’, ‘টিউবলাইট’ ও ‘দাবাং’ সিরিজের জন্য বিখ্যাত সালমান।
আমির খান
অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয় আমির খান। তাঁর নতুন ছবির জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। ৫৪ বছর বয়সী এই তারকার নেট সম্পদের পরিমাণ ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন আমির। ‘তালাশ’, ‘দিল চাহতা হ্যায়’, ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’সহ অসংখ্য সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। আগামীতে তাঁকে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে।
রণবীর কাপুর
বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতির ছেলে রণবীর কাপুর। তাঁর নেট সম্পদের পরিমাণ ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ২০০৫ সালে ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে অভিষেক। তবে ‘বরফি’ তাঁকে খ্যাতি এনে দেয়। আগামীতে তাঁকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড তারকা ও আন্তর্জাতিক আইকন প্রিয়াঙ্কা চোপড়ার নেট সম্পদের পরিমাণ ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ৩৭ বছর বয়সী এ অভিনেত্রীর ‘দস্তানা’, ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো দর্শকপ্রিয় ছবি রয়েছে। ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা।
সাইফ আলি খান
সাবেক ক্রিকেট তারকা মনসুর আলি খান পাতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলি খান। ২০১২ সালে তিনি কারিনা কাপুরকে বিয়ে করেন, এটা তাঁর দ্বিতীয় বিবাহ। এই তারকার নেট সম্পদের পরিমাণ ৪০ মিলিয়ন মার্কিন ডলার।
রণবীর সিং
বলিউড হার্টথ্রব রণবীর সিং এখন ক্যারিয়ারের তুঙ্গ মুহূর্তে রয়েছেন। ৩৪ বছর বয়সী এ অভিনেতা বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোনকে। তাঁর নেট সম্পদের পরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলার। ‘পদ্মাবত’, ‘গাল্লি বয়’সহ তাঁর বেশ কয়েকটি হিট ছবি রয়েছে।
ক্যাটরিনা কাইফ
১৪ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ। বলিউডে ‘ভারত’, ‘জিরো’ ও ‘ব্যাং ব্যাং’ ছবির জন্য বিখ্যাত। তাঁর নেট সম্পদের পরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
দীপিকা পাড়ুকোন
বলিউড ও হলিউড ছবিতে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। এক প্রতিবেদন অনুযায়ী, এই তারকার নেট সম্পদের পরিমাণ ২৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। আগামীতে তাঁকে মেঘনা গুলজালের ‘ছপাক’ ছবিতে দেখা যাবে।
আনুশকা শর্মা
অভিনেত্রী আনুশকা শর্মার নেট সম্পদের পরিমাণ ১৬ মিলিয়ন মার্কিন ডলার। অভিনয়শিল্পী, মডেল, প্রযোজক ও ডিজাইনার আনুশকা ‘পিকে’ ছবির জন্য বিখ্যাত। ২০১৭ সালে তিনি ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন।
আলিয়া ভাট
বলিউড পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিষেক। তাঁর নেট সম্পদের পরিমাণ ১০ মিলিয়ন মার্কিন ডলার। অভিনয়ের জন্য তিনি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।