এক সিনেমার জন্য অক্ষয় নিচ্ছেন ১৫৫ কোটি টাকা!

বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার। এবার এ তারকা তাঁর ২০২২ সালের সিনেমার জন্য রেকর্ড ১৩৫ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১৫৫ কোটি টাকার বেশি।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আগামী এক বছরের জন্য অক্ষয় কুমারের কোনো শিডিউল না থাকায় অতিরিক্ত চাহিদার কারণে আগামীতে পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।
এক সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘লকডাউনের গত কয়েক মাসে অক্ষয় কুমার ধীরে ধীরে তাঁর পারিশ্রমিক ৯৯ কোটি রুপি থেকে বাড়িয়ে ১০৮ কোটি রুপি করেছেন এবং অবশেষে সম্প্রতি তা ১১৭ কোটিতে স্থির হয়েছে। কিন্তু প্রত্যেক প্রযোজক তাঁদের সিনেমার নিশ্চিত ব্যবসার জন্য এখন অক্ষয় কুমারকে সিনেমায় রাখতে চাইছেন। সে জন্য অক্ষয়ও চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিটি সিনেমার প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক বাড়াচ্ছেন। ২০২২ সালে মুক্তির জন্য অক্ষয় প্রতি সিনেমায় ১৩৫ কোটি রুপি পারিশ্রমিক হাঁকাচ্ছেন।’
কম ঝুঁকি ও অর্থ ফেরত পাওয়ার যুক্তি হিসেবে সূত্রটি বলিউড হাঙ্গামাকে আরো বলেছে, ‘অক্ষয় কুমারের বেশির ভাগ সিনেমার প্রযোজনা ব্যয় ৩৫ থেকে ৪৫ কোটি রুপির মধ্যে, আর এর সঙ্গে প্রকাশনা ও প্রচারণা ব্যয় যুক্ত ১৫ কোটি রুপি। সব মিলিয়ে ব্যয় ৫০ থেকে ৬০ কোটি রুপি। এর সঙ্গে তাঁর পারিশ্রমিক যুক্ত করলে সিনেমার মোট প্রযোজনা ব্যয় দাঁড়ায় ১৮৫ থেকে ১৯৫ কোটি রুপি। আগের সিনেমাগুলোর আয় পর্যবেক্ষণ করলে দেখা যায়, স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব থেকে তাঁর সিনেমা আয় করে প্রায় ৮০ থেকে ৯০ কোটি রুপি, গানের স্বত্ব থেকে আসে ১০ কোটি রুপির বেশি এবং প্রেক্ষাগৃহ থেকে আসে প্রায় ৯৫ থেকে ১০০ কোটি রুপি। সব মিলিয়ে ভারতের বক্স অফিসে মোট সংগ্রহ দাঁড়ায় ২১০ থেকে ২২০ কোটি রুপি।’
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, তারকাখ্যাতি ও দর্শকের পূর্ণ আস্থার কারণে এটা অর্জন করা অক্ষয়ের কাছে বড় কিছু নয়। এবং ২০২১ সালে অক্ষয়ের মতো সুপারস্টারের কাছে তা আরো সহজ হবে।
এর আগে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, বলিউডের বিশিষ্ট প্রযোজক ও বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালাকে বিশেষ ছাড় দিয়েছেন অক্ষয় কুমার। আসন্ন ‘বচ্চন পান্ডে’ সিনেমার জন্য এ ছাড় অক্ষয়ের। হালে একটি সিনেমার জন্য অক্ষয় নেন ১১০ থেকে ১২০ কোটি রুপি। কিন্তু এ সিনেমার জন্য নিচ্ছেন ৯৯ কোটি রুপি।
সবশেষ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘লক্ষ্মী’ সিনেমা। রাঘব লরেন্স পরিচালিত সিনেমাটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। অক্ষয়ের আসন্ন সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সূর্যবংশী’, ‘অতরঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘মিশন লায়ন’, ‘রক্ষা বাঁধন’সহ বেশ কিছু সিনেমা।