একাত্তরে মেগাস্টার রজনীকান্ত
দক্ষিণ ভারতে দেবতাতুল্য রজনীকান্ত। অসামান্য অভিনয়দক্ষতা দিয়ে নামের পাশে জুড়ে নিয়েছেন ‘থালাইভা’ খেতাব। কেবল ভারতে নয়, পুরো বিশ্বে তুমুল জনপ্রিয় এই অভিনেতার ৭১তম জন্মদিন আজ।
৭১তম জন্মদিনে অন্তর্জালে রজনীকান্তকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকাসহ অগণিত ভক্ত।
বয়সকে স্রেফ সংখ্যায় পরিণত করেছেন চিরসবুজ রজনীকান্ত। এখনও অ্যাকশন দৃশ্যে সমানতালে দুর্দান্ত অভিনয় করে যাচ্ছেন তিনি। রজনীকান্তের জন্মনাম শিবাজি রাও গায়কোয়াড়। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতের বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
চলার পথটা অবশ্য মসৃণ ছিল না রজনীকান্তের। একসময় কাজ করেছেন বেঙ্গালুরু মেট্রোপলিটন করপোরেশনের বাসের সহকারী হিসেবে। ১৯৭৫ সালে তিনি চলচ্চিত্রজগতে আত্মপ্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গল’-এর মাধ্যমে। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন।
রজনীকান্ত ১৯৭৩ সালে মাদ্রাজ যান মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের ওপর ডিপ্লোমা করার জন্য। তামিল চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে রজনীকান্ত একসময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। তার পর থেকে ভারতীয় চলচ্চিত্রে ‘অভিনয়দেবতা’ হিসেবে পরিচিতি পান। সিনেমায় তাঁর আচরণ এবং সংলাপের ধরন জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখে। ‘শিবাজি’ সিনেমায় অভিনয়ের জন্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার সম্মানী নিয়ে তিনি জ্যাকি চ্যানের পর এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন।
মেগাস্টার রজনীকান্তের সিনেমা মানেই মেগাহিট। বিশ্বজুড়ে অগণিত ভক্ত তাঁর। নতুন সিনেমার জন্য তাঁরা মুখিয়ে থাকেন। মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে উপচে পড়ে দর্শক। আর তার প্রভাব পড়ে বক্স অফিসে।
গত ৪ নভেম্বর মুক্তি পায় রজনীকান্তের ‘অন্নাত্থে’ সিনেমা। প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিসে সংগ্রহ করে ২০২ কোটি রুপির বেশি। সব মিলিয়ে ২১৭ কোটির বেশি সংগ্রহ করে সিনেমাটি।
শোনা যাচ্ছে, রজনীকান্ত তাঁর ১৬৯তম সিনেমার শুট শিগগিরই শুরু করবেন। তবে এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।