আজ মুক্তি পেয়েছে ‘মায়া : দ্য লস্ট মাদার’

মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘মায়া : দ্য লস্ট মাদার’। সরকারি অনুদানে নির্মিত এ ছবি পরিচালনা করেছেন মাসুদ পথিক। আজ শুক্রবার সারা দেশে আটটি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক। ছবির মূল চরিত্র মায়া চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে।
মাসুদ পথিক বলেন, “‘মায়া : দ্য লস্ট মাদার’ ছবিটি আজ মুক্তি পেয়েছে। হলসংখ্যা কম হলেও আশা করি, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক চলচ্চিত্রই নির্মাণ করা হয়েছে। তবে বীরাঙ্গনা ও যুদ্ধশিশু নিয়ে তেমন চলচ্চিত্র নির্মাণ হয়নি। আমি চেষ্টা করেছি, এই ছবির মধ্য দিয়ে তা তুলে ধরতে। এরই মধ্যে ছবির পোস্টার-টিজার সবাই প্রশংসা করেছে। আশা করি, ছবিটি দেখেও সবাই প্রশংসা করবেন।”
জ্যোতিকা জ্যোতি বলেন, “‘মায়া : দ্য লস্ট মাদার’ বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত একটি চলচ্চিত্র। কিংবদন্তি শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং প্রখ্যাত কবি কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক। আমি এই চলচ্চিত্রে ‘মায়া’ চরিত্রে অভিনয় করেছি। সবাইকে অনুরোধ করব, আপনারা হলে এসে ছবিটি দেখবেন। আশা করি, ছবিটি সবার কাছে ভালো লাগবে।”
জননন্দিত শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে মায়ার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ পথিক।
‘মায়া’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী প্রমুখ।
ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই ছবিতে সংগীত পরিবেশন করেছেন ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী, পূজা ও মমতাজের মতো শিল্পীরা।
‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ খ্যাত মাসুদ পথিকের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে বাংলাদেশে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হলো।