আজ এনটিভিতে নাটক ‘মরতে গিয়ে বিপদে’
কোটিপতি বাপের একমাত্র ছেলে রাহুল আর মায়ের খুবই আদুরে। আদর পেতে পেতে ছেলে একেবারে অকর্মণ্য হয়ে গেছে। রাহুলের প্রেমিকা তানিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। রাহুল সারাক্ষণ তানিয়ার কাছে বাবার টাকা আর ক্ষমতার বড়াই দেখায় যা তানিয়ার পছন্দ না। তানিয়া রাহুলকে নিজের পায়ে দাড়াতে বলে না হলে সম্পর্ক রাখবে না, আর এই নিয়ে ভুলবোঝাবুঝি হয়। রাহুল জেদ ধরে বাবাকে কাজ করবে বলে জানায়। রাহুলের বাবা রাহুলকে নিজের কোম্পানি সামলাতে দেয় কিছুদিনের জন্য কিন্তু রাহুল ফেল মারে একটা বড় লচ হয়। বাবা চরস রেগে যাই তাকে বকাঝকা করে। আদুরে রাহুল অভিমান করে কারণ তাকে সবাই ভুল বুঝছে তাই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে বেড়িয়ে পড়ে।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মরতে গিয়ে বিপদে’। আব্রাহাম তামিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মজুমদার সিমুল। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।
নাটকটিতে অভিনয় করেছেন আজহারুল হক আদিল,মুনমুন আহামেদ মুন,জাবেদ গাজী, রকি খান, শেখ স্বপ্নাসহ অনেকেই।