লাকী আখন্দের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আশির দশকের অনেক জনপ্রিয় গানের স্রষ্টা এই শিল্পী।
আজ শনিবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী লাকী আখন্দ সঙ্গীতাঙ্গনে যে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তা এক নতুন মাত্রা পেয়েছিল। গানের জন্য সঙ্গীতানুরাগীদের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ৭১-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধা হিসেবেও তাঁর অবদান দেশের মানুষ কখনোই বিস্মৃত হবে না।
‘তাঁর মৃত্যুতে দেশ হারালো সঙ্গীতজগতের এক প্রতিভাবান গুণী শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হবার নয়’, যোগ করেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন লাকী আখন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।