আফগানিস্তানে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা বাড়ছেই

আফগানিস্তানের প্রত্যন্ত দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি গত রোববার থেকে হওয়া তৃতীয় ভূমিকম্প। এর ফলে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগের ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি নাঙ্গারহার ও কুনার প্রদেশে আঘাত হানে। এ সময় আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। রাতের ভূমিকম্পে হতাহতের কোনো সরকারি তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও ঘটনাস্থলে থাকা চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, ১৭ জন আহত ব্যক্তিকে কুনার প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে।
গত রোববার ভূমিকম্প ছিল আরও বেশি শক্তিশালী ও ভয়াবহ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওএইচসিএ) ২৫টি গ্রামের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসিকে জানিয়েছে, ওই ভূমিকম্পে ১ হাজার ৩৬৮ জন নিহত ও ২ হাজার ১৮০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, আল-জাজিরার প্রতিবেদনে তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের পাহাড়ি এলাকা থেকে উদ্ধারকারীরা শত শত মৃতদেহ উদ্ধার করছেন। মৃতের সংখ্যা ২ হাজার ২০০-এরও বেশি ছাড়িয়েছে।
অঞ্চলটি পাহাড়ি হওয়ায় ভূমিধসের কারণে অনেক গ্রাম ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার ৫ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের কারণে উদ্ধার অভিযানও সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরত এক্সে বলেছেন, উদ্ধার ও অনুসন্ধান প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় মানুষের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে। জরুরি সরবরাহ ও প্রাথমিক চিকিৎসা প্রদান অব্যাহত আছে।
তালেবান সরকার আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে। জাতিসংঘ জরুরি তহবিল প্রকাশ করেছে, অন্যদিকে যুক্তরাজ্য ১ মিলিয়ন পাউন্ড সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তান ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।