যুক্তরাষ্ট্রে ভ্যান-ট্রাক সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে একটি পিকআপ ট্রাকের সংঘর্ষের পর উভয় গাড়িতেই আগুন ধরে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার তদন্তকারী গোয়েন্দারা জানিয়েছেন, পূর্ব আইডাহোর হেনরি’স লেকের কাছে একটি পিকআপ ট্রাক ১৪ জন যাত্রী বোঝাই একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়।
আইডাহো রাজ্য পুলিশ শুক্রবার (২ মে) এক বিবৃতিতে জানায়, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দুর্ঘটনায় ভ্যানের ছয়জন যাত্রী এবং পিকআপ ট্রাকের চালক মারা গেছেন। নিহতদের পরিচয় বা তারা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে একটি পোড়া লাল রঙের ট্রাকের অংশ এবং ভ্যানের ধ্বংসাবশেষ পড়ে আছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়িতেই আগুন ধরে যায়।
পুলিশ আরও জানিয়েছে, গুরুতর আহত কয়েকজনকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, রাস্তাটি সাধারণত বেশ ব্যস্ত থাকে, কারণ এটি ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের প্রধান প্রবেশ পথের দিকে যাওয়ার অন্যতম প্রধান সড়ক।