আগে করেছিলেন ঠোঁটের প্রশংসা, এবার প্রেস সেক্রেটারিকে ‘সুপারস্টার’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন। এর আগে তিনি লেভিটের ঠোঁট ও হাঁটাচলার প্রশংসা করেছিলেন, তবে এবার তিনি তাকে ‘সুপারস্টার’ বলে অভিহিত করেছেন।
হোয়াইট হাউসে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ক্যারোলাইন লেভিটের একাধিকবার খোঁজ নেন। তিনি বলেন, “ক্যারোলাইন কোথায়? কোথায় আমার সুপারস্টার? ক্যারোলাইন কি পেছনের দিকে আছে? ক্যারোলাইন কোথায়?” তিনি ক্যারোলাইনকে ডাকেন এবং বলেন, “এখানে এসো ক্যারোলাইন। তুমি কি ভালো কাজ করছো?”
প্রেস ব্রিফিংয়ের সাংবাদিকদের উপস্থিতি নিয়ে ক্যারোলাইনকে ট্রাম্প প্রশ্ন করেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি উপস্থিতিপূর্ণ ব্রিফিং?
ক্যারোলাইন লেভিট বলেন, নিশ্চিতভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাংবাদিক এই ব্রিফিংয়ে উপস্থিত হয়েছে। আমি মনে করি, আপনাদেরও এতে একমত হতে হবে। সম্ভবত এজন্যই আমাদের একটি বড় বলরুম তৈরি করা প্রয়োজন।”
এর আগে ট্রাম্প লেভিটের ঠোঁটের প্রশংসা করে বলেছিলেন, ‘ওই মুখ, ওই মস্তিষ্ক, আর ওই ঠোঁট—যেভাবে এগুলো চলে, যেন মেশিনগান।’ এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। অনেকেই একে অস্বাভাবিক ও অনুপযুক্ত বলে অভিহিত করেছিলেন।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রেস সেক্রেটারি পদে ২৭ বছর বয়সী ক্যারোলাইন লেভিটকে মনোনয়ন দেন। তিনি মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে মনোনয়ন পান।
ক্যারোলাইনের মনোনয়ন প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ক্যারোলাইন লেভিট স্মার্ট, দৃঢ় ও অত্যন্ত কার্যকর জনসংযোগকারী হিসেবে প্রমাণিত।’
প্রেস সেক্রেটারির দায়িত্ব পাওয়ার পর থেকে সাংবাদিকদের কঠিন সব প্রশ্নের বুদ্ধিবৃত্তিক জবাব দিয়ে যাচ্ছেন ক্যারোলাইন। হোয়াইট হাউজে বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক প্রশংসাও করতে দেখা যায় তাকে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলাইন। এরপর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নেন তিনি। কিন্তু সফল হতে পারেননি।
নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট তার নিজ অঙ্গরাজ্যের সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন। অধ্যয়নরত অবস্থাতেই তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেন।

লেভিট ২০১৯ সালে স্নাতক হওয়ার পরপরই প্রথমে ট্রাম্প প্রশাসনের হয়ে হোয়াইট হাউসে কাজ শুরু করেন। প্রথমে তিনি প্রেসিডেন্টের লেখক এবং পরে সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেন।
হোয়াইট হাউস ত্যাগ করার পর লিভিট জ্যেষ্ঠ রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যাকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য মনোনীত করেছেন।
২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলাইন লেভিট ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেন।