আল আকসা মসজিদ খুলছে আজ

জেরুজালেমের আল আকসা মসজিদ খুলে দেওয়া হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার থেকে আল আকসা মসজিদ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জেরুজালেমে শুক্রবারের সন্ত্রাসী হামলার কারণে দুইদিন বন্ধ ছিল মসজিদটি।
আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে ওই তথ্য দেওয়া হয়।
ফিলিস্তিনের সাবেক মুফতি শেখ ইকরিমা সাবরী গতকাল শনিবার বলেন, ‘মসজিদ বন্ধের বিষয়টি এক ধরনের শাস্তি যা হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানকে প্রভাবিত করেছে।’
এদিকে জেরুজালেমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়োগকৃত গভর্নর আদনান হুসিনি এমন ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বলেছেন, ‘শতকের পর শতক মসজিদটি খোলা ছিল। কখনো বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি। বর্তমান অবস্থা খুবই বিপজ্জনক।’
আল-আকসা মসজিদ মুসলমান ও ইহুদিদের জন্য পবিত্র স্থান। মুসলমানরা এটিকে আল হারাম আল শরিফ বলেন। আর ইহুদিরা স্থানটিকে টেম্পল মাউন্ট বলে থাকেন।