সুদানের প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করল সামরিক বাহিনী

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুক। ছবি : সংগৃহীত
সুদানের সামরিক বাহিনীর একটি দল প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুকের বাসভবন দখল করে তাঁকে গৃহবন্দি করেছে বলে জানিয়েছে সে দেশের আল হাদাথ টিভি। বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এ খবর জানিয়েছে। তবে, আল হাদাথ টিভি’র তথ্য তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এ ছাড়া সামরিক বাহিনীর একটি দল আজ সোমবার সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে তাঁকে আটক করেছে বলে পরিবারিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

এ ছাড়া আল হাদাথ টিভি নাম প্রকাশ না করা সূত্রের বরাতে জানিয়েছে, সুদানি সশস্ত্র বাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির চার জন মন্ত্রীসহ ক্ষমতাসীন কাউন্সিলের একজন বেসামরিক সদস্য।
সংশ্লিষ্ট সংবাদ: সুদান
২৭ জুন ২০২২
১৩ জুন ২০২২
২৫ এপ্রিল ২০২২
০৩ জানুয়ারি ২০২২
২৯ ডিসেম্বর ২০২১