ঈদের ছুটিতে: ২৯১ বছরের প্রাচীন শিতলাই জমিদার বাড়ি
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শীতলাই গ্রামে শিতলাই ঐতিহাসিক রাজবাড়ী বা জমিদার বাড়ি অবস্থিত। এটি অনেকের কাছে ‘শিতলাই হাউজ’ নামেও পরিচিত। অযত্ম অবহেলায় পড়ে রয়েছে এই জমিদার বাড়িটি। তবুও প্রাচীন এই বাড়ির স্থাপত্যশৈলী এখনো দর্শনার্থীদের নজর কাড়ে। তাই অনেকেই ঘুরতে আসে এখানে। ইতিহাসইতিহাস থেকে জানা যায়, আনুমানিক ১৭৩৪ খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার জগেন্দ্রনাথ মৈত্রী এই রাজবাড়িটির ভিত্তি...
সর্বাধিক ক্লিক