৩‘শ বছরের পুরনো কালভৈরব মন্দির

অনেকদিন হয় কোথাও যাওয়া হয় না। অনেক আগে থেকেই ঘুরতে যেতে মন চাইছিল। তাই একদিন পলাশ ভাইয়ের চার চাকার গাড়ি নিয়ে বেড়িয়ে পড়লাম। গাড়িতে উঠতেই পলাশ ভাই বলে উঠলেন কোথায় যাবো। আমি বললাম কোথায় যাবো তা তো জানি না ঢাকামুখী চলেন দেখি কোথায় গিয়ে থামা যায়। তপ্তরোদে  মহাসড়ক পেড়িয়ে আমরা এগিয়ে চলছি। চলতি পথে যাদুর বাক্স ঘাঁটাঘাটি করছিলাম। আমি মোবাইল ফোনকে জাদুর বাক্স বলি কেননা এই জাদুর বাক্সের নেশা থেকে বের হওয়া...