এইউএসটিতে শুরু হচ্ছে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা, মিডিয়া পার্টনার এনটিভি

আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) শুরু হচ্ছে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা। আগামী শনিবার ও রোববার দুই দিনব্যাপী চলবে এ প্রতিযোগিতা। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি।
রোভার চ্যালেঞ্জ ২.০ নামে এ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির রোবটিক্স ক্লাব।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট, কুয়েট, চুয়েট, আইইউটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মোট পাঁচটি ভাগে অনুষ্ঠিত হবে রোবটিক্স প্রতিযোগিতার এই আসর। যেখানে নিজেদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযু্ক্তি জ্ঞান তুলে ধরবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি ভাগে উদ্ভাবনী চিন্তা, কার্যকারিতা ও প্রযুক্তিগত দক্ষতার ওপর ভিত্তি করে সেরা দলগুলোকে মূল্যায়ন করা হবে।
সেরা দলগুলোকে পুরস্কারের পাশাপাশি দেওয়া হবে ক্রেস্ট ও সনদপত্র।
এইউএসটি রোবটিক্স ক্লাবের সরকারী পরিচালক (রোবটিক্স গবেষণা ও উন্নয়ন) খোরশেদ আলম বলেন, এই প্রতিযোগিতা দেশের তরুণদের জন্য এক অসাধারণ সুযোগ, যেখানে তারা রোবটিক্সের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবে। বিশেষ করে মার্স রোভার চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের রোভার ডিজাইন, নিয়ন্ত্রণ ও সেন্সর প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলবে। যা ভবিষ্যতের প্রযু্ক্তিভিত্তিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্লাবের সহ-সভাপতি মেহেরুনন্নছা হোসেন ইবনাত বলেন, এইউএসটি রোভার চ্যালেঞ্জ ২.০ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি উৎসব। যেখানে রোবটিক্সপ্রেমী তরুণরা একত্র হয়ে নিজেদের তুলে ধরবে ভবিষ্যৎ প্রযুক্তি নির্মাতা হিসেবে।