সুইডেনে গাড়ির উন্নত ব্যাটারি উৎপাদন

ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়ে চলায় উপযুক্ত ব্যাটারির প্রয়োজনও বাড়ছে৷ ‘ক্রিটিকাল' উপাদানের প্রাচুর্যের কারণে সুইডেনের এক কোম্পানি উচ্চ মানের শক্তিশালী ব্যাটারি তৈরির কাজে অগ্রগতি করছে। ইউরোপের উত্তরের দেশ সুইডেনের প্রকৃতি স্বর্গরাজ্যের মতো। হাইটেক দেশটি একই সঙ্গে ইলেকট্রোমোবিলিটি ও গাড়ির ব্যাটারি তৈরির কারণেও বিখ্যাত।ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য প্রয়োজনীয় অনেক ‘ক্রিটিকাল' বা জরুরি উপাদানের...