দেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৫’ শুরু

বাংলাদেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট ২০২৫ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টার দিকে রাজধানীর কৃষিবীদ ইনিস্টিটিটে শুরু হয় তিন দিনব্যাপী এই সম্মেলন। যা আগামী ২৪ মে পর্যন্ত চলবে।
টিম ফিনিক্সের ফাউন্ডার এন্ড চিফ অব রিসার্চ এ এস এম শামিম রেজা এই সম্মেলনের উদ্বোধন করেন। আজকের সম্মেলনের নামকরণ করা হয়েছে ব্লু ডে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও গত ১৯ মে শুরু হয় এর কার্যক্রম।
এ এস এম শামিম রেজা বলেন, দেশের সাইবার সুরক্ষা রক্ষাকর্মী, গবেষক, নীতিনির্ধারক ও নৈতিক হ্যাকারদের এক ছাদের নিচে এনে একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষেই আমাদের এই আয়োজন।
শামিম রেজা আরও বলেন, দ্য টিম ফিনিক্স দ্বারা আয়োজিত এই সম্মেলনটি একটি তৃণমূল পর্যায়ের সাইবার সুরক্ষা আন্দোলন, যা ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অভিজ্ঞতা, প্রাসঙ্গিক জ্ঞান এবং বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাবেন। থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিকস, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) এবং সাইবার সংকট মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
টিম ফিনিক্সের ফাউন্ডার এন্ড চিফ অব রিসার্চ বলেন, “ফিনিক্স সামিট শুধু সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলার স্থান নয়—এটি শেখার, গড়ে ওঠার ও একসঙ্গে কাজ করার প্ল্যাটফর্ম।”
শামিম রেজা আরও বলেন, আমরা বাংলাদেশের সাইবার ট্যালেন্টকে আন্তর্জাতিক মানচিত্রে স্থান দিতে চাই।
এইবারের সামিটে সম্মেলনে যা থাকছে:
* ইমার্সিভ ওয়ার্কশপ ও লাইভ ডেমো
* থ্রেট সিমুলেশন ল্যাব
* বিশেষজ্ঞদের প্যানেল ও আলোচনা
* জাতীয় ও আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি নেতৃবৃন্দের সঙ্গে সংযোগের সুযোগ
ফিনিক্স সামিট ২০২৫ হতে যাচ্ছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি জগতের এক যুগান্তকারী অনুষ্ঠান, যা দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।