সনি নিয়ে এলো ডুয়েল পোর্টের ফ্ল্যাশ ড্রাইভ

একটি ফ্ল্যাশড্রাইভের সাধারণত একটি ইউএসবি পোর্ট থাকে। ইউএসবি ৩ দশমিক ১ এর পোর্টগুলো প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৩০ মেগাবাইট গতিতে ফাইল স্থানান্তর করতে পারে।
সনির নতুন এই ফ্ল্যাশড্রাইভে রয়েছে দুটি ইউএসবি পোর্ট যার একটি টাইপ-সি এবং আরেকটি টাইপ-এ। বিভিন্ন ডিভাইসে ফাইল স্থানান্তরের সুবিধার্থে দুটি পোর্ট যোগ করা হয়েছে। এ খবর জানিয়েছে ফোন এরিনা।
মেটাল বডির এই ফ্ল্যাশড্রাইভটি ঢেকে দেওয়া হয়েছে সিলিকনের প্রলেপ দিয়ে। দেখতে সুন্দর ও বেশ পাতলা ড্রাইভটি সহজে বহণযোগ্য। এই ফ্ল্যাশড্রাইভটি অ্যাপলের ১২ ইঞ্চি ম্যাকবুক, ডেস্কটপ, স্মার্টফোন ও ট্যাবলেটে ফাইল স্থানান্তর করতে পারবে।
ডুয়েল পোর্টের এই ফ্ল্যাশড্রাইভগুলোতে রয়েছে তিন ধরনের ধারণক্ষমতা। ১৬, ৩২ ও ৬৪ জিবি। সনি স্টোরে পাওয়া যাবে এসব ফ্ল্যাশড্রাইভ। ভারতের বাজারে ১৬ জিবি স্টোরেজের ফ্ল্যাশড্রাইভের দাম এক হাজার ৯৯৯ রুপি, ৩২ জিবি চার হাজার ৯৯ রুপি ও ৬৪ জিবির দাম রাখা হয়েছে সাত হাজার ৯৯ রুপি।
স্পেসিফিকেশন
ইন্টারফেস : ইউএসবি তিন দশমিক ১ জেন ১
পোর্ট টাইপ : ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-এ
ট্রান্সফার স্পিড (রিড) : সর্বোচ্চ ১৩০এমবি/এস (ইউএসবি টাইপ-সি এবং টাইপ-এ)
ওজন : পাঁচ গ্রাম